শিরোনাম
জাতীয় কবি সম্মাননা পেলেন এম. ছবেদ আলী
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৬, ০৪:০০
জাতীয় কবি সম্মাননা পেলেন এম. ছবেদ আলী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কথা সাহিত্যে বিশেষ অবদান রাখায় ‘জাতীয় কবি স্মৃতি সম্মাননা-২০১৬’ পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যিক ও বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডা. এম. ছবেদ আলী।


রবিববার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে নজরুল চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত ‘অগ্নিবীণা’ অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এ সম্মাননা তুলে দেন।


ডা. এম. ছবেদ আলী যশোরের মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের মরহুম আছর আলীর ছেলে। ছয় ভাই-বোনের মধ্যে তিনি পঞ্চম। এম. ছবেদ আলী ২ ছেলে সন্তানের জনক।


জাতীয় কবি স্মৃতি সম্মাননার পাশাপাশি বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য ইতোপূর্বে তিনি কয়েকটি সম্মাননা অর্জন করেন। এর মধ্যে মাদকবিরোধী কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক-২০১৫, সাহিত্য কর্মে অবদানের জন্য সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্মাননা পদক-২০০৭, সাংস্কৃতিক শিশু-কিশোর সংগঠন রঙের মেলা প্রদত্ত পদক-২০০৯, স্বাস্থ্য সেবায় অনবদ্য অবদান রাখায় বাংলাদেশ অল্টারনেটিভ মেডিক্যাল সোসাইটি প্রদত্ত সম্মাননা পদক-২০০৯ অর্জন করেন।


তার প্রকাশিত বইগুলো হলো- সুবচন নির্বাসনে, অবুঝ মনের ভুল, নষ্ট পৃথিবীর কষ্ট এবং না জানলে ক্ষতি নেই। এছাড়াও প্রকাশের অপেক্ষায় রয়েছে বেশ কয়টি বই।


অগ্নিবীণা সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ.এম. সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কবি ও কথা সাহিত্যিক কাজী রোজী এমপি, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, তারুণ্যের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্ট্যালিন, সাহিত্য গবেষক প্রাকৃতজ শামিম রুমি টিটন, চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র প্রমুখ।



বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com