শিরোনাম
কবি আবু জাফরের ৯৯তম জন্মদিন আজ
প্রকাশ : ১৯ মার্চ ২০১৮, ১১:০৯
কবি আবু জাফরের ৯৯তম জন্মদিন আজ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রখ্যাত কবি, সাহিত্যিক ও সাংবাদিক সিকান্দার আবু জাফরের ৯৯তম জন্মদিন আজ সোমবার।


প্রতিবছরের ন্যায় এবারও কবির পৈত্রিক ভিটা সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে আলোচনা সভা ও কবির কবর জিয়ারতসহ নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া, কবির নিজ গ্রাম উপজেলার তেঁতুলিয়ায় কবি সিকান্দার আবু জাফর স্মরণে সিকান্দার মেলার উদ্বোধন করা হয়েছে।


সাতক্ষীরা জেলা প্রশাসন ও শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলাটির উদ্বোধন করেন।


সিকান্দার আবু জাফর একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকার, ছড়াকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গীতিতার, সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠকসহ নানাবিধ প্রতিভায় বিকশিত ছিলেন।


৭মার্চ ১৯৭১ এ প্রকাশিত তাঁর “বাংলা ছাড়ো” কবিতা এবং পরবর্তিতে “আমাদের সংগ্রাম চলবেই” গানসহ একাধিক কবিতা ও গান ব্যাপক আলোড়িত হয়।


বিবার্তা/সেলিম/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com