শিরোনাম
গ্রন্থমেলায় হাবিবুর রহমান পারভেজের আবৃত্তির সহজ পাঠ
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:১৮
গ্রন্থমেলায় হাবিবুর রহমান পারভেজের আবৃত্তির সহজ পাঠ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অমর একুশে গ্রন্থমেলা-২০১৮-এ প্রকাশিত হয়েছে বাচিকশিল্পী হাবিবুর রহমান পারভেজের ‘আবৃত্তির সহজ পাঠ’। বইটি প্রকাশ করেছে প্ল্যাটফর্ম প্রকাশনী। প্রকাশক হেলাল উদ্দিন হৃদয়।


লেখক হাবিবুর রহমান পারভেজ বলেন, সম্পূর্ণ আবৃত্তিনির্ভর বই এটি। আরো একটি স্বপ্ন পূরণ হবে আশা করছি। তিনি বলেন, বর্তমান সময়ে আবৃত্তি একটি গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম। আবৃত্তি শেখার জন্য অনেক বড় বড় লেখক ও আবৃত্তিশিল্পীদের সিডি আর বই বাজারে আছে। কিন্তু ওইগুলো অনেক কঠিন মনে হয়। তাই এ বই লেখা ও প্রকাশের প্রয়াশ।


এ বাচিকশিল্পী বলেন, আমি সব বয়সের আবৃত্তিপ্রেমীদের কথা চিন্তা করে অনেক বিখ্যাত লেখকের বই থেকে খুঁজে খুঁজে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি এ বইতে।


তিনি আরো বলেন, আশা করি যারা খুব অল্প সময়ের মধ্যে উচ্চারণ ও আবৃত্তি শিখতে চান তাদের বইটি উপকারে আসবে।


লেখক আশা প্রকাশ করে বলেন, বিশেষ করে আমরা যারা মফস্বলে আবৃত্তিচর্চা করছি তাদের কথা চিন্তা করে গত দুই বছর ধরে ভাবনাগুলো একত্রে সাজিয়েছি। বইটি যদি একজন আবৃত্তিশিল্পীর মনে ধরে তবে লেখকের পরিশ্রম সার্থক হবে বলে মনে করেন তিনি।


৮০-৮২ পৃষ্ঠা বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। ২১ ফেব্রুয়ারি বইটি মেলায় পাওয়া যাবে। ‘আবৃত্তির সহজ পাঠ’র চমৎকার প্রচ্ছদ এঁকেছেন রাজীব রায়।


বিবার্তা/বিজ্ঞপ্তি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com