শিরোনাম
চিত্রশিল্পী শিমু রায়ের ‘ঘুঘুর ডানার মত রোদ’
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০০
চিত্রশিল্পী শিমু রায়ের ‘ঘুঘুর ডানার মত রোদ’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভাষা-বসন্ত-ভালোবাসার মাস ফেব্রুয়ারী। পুলো চলে বইমেলারও। ভাষার এই মাসেই দেশীয় ফ্যাশন শিল্পের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ‘রঙ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ ঘটল সৃজনশীলতার অন্য এক শাখায়। সামিল হল প্রকাশনা শিল্পে। এই উদ্যোগের সূচনা হয়েছে চিত্রশিল্পী ও ডিজাইনার শিমু রায়ের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ঘুঘুর ডানার মত রোদ’ প্রকাশনার মাধ্যমে।



গত ১০ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৬টায় এলিফ্যান্ট রোডের দীপনপুর, এই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি ও কথা সাহিত্যিক হাবিবুল্লাহ সিরাজী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ভাষাবিদ সুবল কুমার বণিক, কথাসাহিত্যিক মাহফুজুর রহমান, চিত্রশিল্পী বীরেন সোম, ইউএন ওম্যান-এর প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পলাশ দাশ, মো: কামরুজ্জামান খন্দকার (চন্দ্রবতী একাডেমী)।


এ ছাড়াও প্রকাশনা প্রতিষ্ঠান ও রঙ বাংলাদেশ এর কর্ণধার জনাব সৌমিক দাশ এবং কাব্যগ্রন্থটির লেখিকা চিত্রশিল্পী ও ডিজাইনার শিমু রায়। আরো উপস্থিত ছিলেন শুভানুধ্যায়ী-বন্ধু-স্বজন সহ গণ্যমান্য অতিথিরা।


কাব্যগ্রন্থটি অমর একুশে মেলার চন্দ্রবতী একাডেমী স্টল (৩৩৬,৩৩৭,৩৩৮) এবং রঙ বাংলাদেশ এর সকল শোরুমে পাওয়া যাবে।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com