শিরোনাম
শিল্পকলায় ১৪ ডিসেম্বর সন্ধ্যায় ‘শেষ নবাব’
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৩
শিল্পকলায় ১৪ ডিসেম্বর সন্ধ্যায় ‘শেষ নবাব’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আগামী ১৪ ডিসেম্বর সন্ধ্যায় মঞ্চস্থ হবে চারুনীড়ম প্রযোজনা ‘শেষ নবাব’। সাঈদ আহমদের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত। এদিন নাটকটির ৭ম প্রদর্শনী হবে।


অভিনয়ে থাকছেন, সিরাজ-উদ-দৌলা - আখন্দ জাহিদ, ঘসেটি বেগম -চামেলি সিনহা, মীর-জাফর - আলমগীর সাগর, রবার্ট ক্লাইভ - আল-মোতাসসিম, মীর-মর্দান - মারুফ মুর্তজা, মোহনলাল -শাহেদ মেহদী, রাজবল্লভ - সাইদুল হক, জগৎশেঠ - কাকা মাকসুদ, রায়দুর্লভ- মাহমুদুল হক সংগ্রাম, ওমর বেগ- সেলিম রেজা, সাঁফ্রে- আমিনুল হক সুজা, কিল-প্যাট্রিক-রোহান খান, আয়ার কুট -আশিউল ইসলাম, ইয়ার লুত্ফ-নূর ইসলাম, খোদাদাদ খান - শাহরিয়ার মিথুন, বান্দা- সম্রাট জাহাঙ্গীর, প্রহরী- লিখন রাহী।



নাটকটির নেপথ্যে যারা আছেন, রচনা- সাঈদ আহমদ, নির্দেশনা -গাজী রাকায়েত, মঞ্চ পরিকল্পনা- ফয়েজ জহির, মঞ্চ ব্যবস্থাপনা-রোহান খান, আলোক পরিকল্পনা- অম্লান বিশ্বাস, আলোক প্রক্ষেপণ -সালাহউদ্দিন, আলোকচিত্র-রতন সিদ্দিকী, পোশাক পরিকল্পনা- এনামতারা সাকী, আবহ সংগীত পরিকল্পনা- কে এফ স্বাধীন, আবহ সংগীত প্রক্ষেপণ - মনির হোসেন অর্ক, রূপ সজ্জা -মোহাম্মদ আলী বাবুল, সার্বিক ব্যবস্থাপনা - লিখন রাহী।


নির্দেশক গাজী রাকায়েত বলেন, ১৯৯০ সালে শিল্পকলা একাডেমিতে কালবেলা নাটকে অভিনয়ের মধ্য দিয়ে সাঈদ আহমদের সঙ্গে আমার পরিচয় ঘটে। এরপর থেকে তার রচিত ও অনুবাদকৃত নাটকগুলোর প্রতি আমি আগ্রহী হয়ে উঠি।



চলচ্চিত্র, নাটক ও যাত্রার কারণে নবাব সিরাজ-উদ-দৌলা ও পলাশীকে নিয়ে সৃষ্ট আমাদের আবেগি ভাবনাটাকে সাঈদ আহমদ একটা দৃঢ় বাস্তবতায় নিয়ে গেছেন। সাম্রাজ্যবাদের আগ্রাসন থেকে একটি স্বাধীন ভূখন্ডের একজন মুক্তিকামী মানুষের সংগ্রামের নাম নবাব সিরাজ-উদ-দৌলা। শেষ নবাব কিন্তু সবকিছু শেষ নয়, যেখানে শেষ সেখান থেকেই শুরু।


বিবার্তা/শারমিন


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com