শিরোনাম
সারাদেশে যাত্রানুষ্ঠানের সহজ অনুমতি ও সাত দফা দাবি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৭, ১৭:৪০
সারাদেশে যাত্রানুষ্ঠানের সহজ অনুমতি ও সাত দফা দাবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সারাদেশে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ যাত্রানুষ্ঠানের সহজ অনুমতি প্রদানসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ করেছে।


সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে এ দাবি করেন সংগঠনের নেতারা।


সমাবেশে বক্তারা বলেন, যাত্রা শুধু বিনোদন মাধ্যমই নয়, এটি লোকশিক্ষার বাহনও। বর্তমান সরকার যাত্রাশিল্প উন্নয়নে একটি নীতিমালা প্রণয়ন করে গেজেট প্রকাশ করেছে। তারপরও জেলা প্রশাসনের পক্ষ থেকে যাত্রানুষ্ঠানের সহজ অনুমতি পাওয়া যাচ্ছে না। যাত্রাপালার অনুমতি নিয়ে ডিসি, এসপি`রা ভানুমতির খেলা খেলেন। এভাবে চলতে থাকলে যাত্রাশিল্পকে আর রক্ষা করা যাবে না।


এসময় বক্তারা যাত্রাশিল্পকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য সরকারের কাছে সাত দফা তুলে ধরেন।


যাত্রাশিল্পীদের দাবিগুলো হলো- ঢাকায় একটি জাতীয় যাত্রামঞ্চ প্রতিষ্ঠার ঘোষণা; জেলায় জেলায় সরকারি উদ্যোগে যাত্রামঞ্চ নির্মাণ করা; যাত্রা-নীতিমালা সংশোধন করে মৌসুমে যাত্রানুষ্ঠানের সহজ অনুমতি প্রদানের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনে বিশেষ সার্কুলার প্রেরণ করা; যাত্রানুষ্ঠানে অশ্লীলতা প্রমাণ পেলে আয়োজক কমিটির জরিমানা ও মালিকের নিবন্ধন বাতিল করা; দুঃস্থ যাত্রাশিল্পীদের ভাতা প্রদানের ব্যবস্থা করা।


সমাবেশে বক্তৃতা করেন- আয়োজক সংগঠনের সাবেক সভাপতি মিলন কান্তি দেসহ অন্যান্য নেতারা।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com