শিরোনাম
ঈদ বোনাস > পাঁচ টুকরা ঢাকাইয়া ছড়া
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৭, ১৭:২৯
ঈদ বোনাস > পাঁচ টুকরা ঢাকাইয়া ছড়া
লুৎফর রহমান রিটন
প্রিন্ট অ-অ+

১. হামলোগকো বাড়িমে তোমলোগকো দাওয়াত



ঈদের দিনে আমগো বাড়ি আইবানি?
কোর্মা পোলাউ খাইবানি?
ছিছুপার্কে ঘুরতে যামু
আমার লগে যাইবানি?


ঈদের দিনে আমগো বাড়ি আইবানি?
জর্দা শেমাই খাইবানি?
বাজান দিবো ঈদ সালামী
ইমুন সুযোগ পাইবানি?


ঈদের দিনে আমগো বাড়ি আইবানি?
চটপটি-ঝাল খাইবানি?
খুশবু আতর সুরমা দিমু
খুশির গাঙে নাইবানি?



ঈদের দিনে আমগো বাড়ি আইবানি?
কুরবানী গোস খাইবানি?
কইলজা ভুনা খিরি কাবাব
বাটি ভইরা চাইবানি?


ঈদের দিনে আমগো বাড়ি আইও
বুন্দিয়া দৈ খাইও...



২. পানি খাইতে গিয়া চকে


চকবাজারের রেস্টুরেন্টে খাইতে গেছি পানি
পানি খাইতে পসা লাগে? লাগে না তা জানি।
মেছিয়ার কয়, কেয়া খায়েগা মামু?
আমি কইলাম পরে আইসা খামু।
আইজকা খালি পানিই খামু, ওকে?
মাউরা হালায় তাওভি সেলাম ঠোকে।



ফিরিজ থিকা আনছে পানি, পানিটা ফাস কেলাস!
পানি খাইতে গিয়া হালায় ভাইঙ্গা গেলো গেলাস!
হাতটা কেমুন লইড়া গেছে
গেলাস হালায় পইড়া গেছে!
পইড়া গিয়া ফটাস কইরা হইলো সে চুরমার!
কী দিগদারি! ভোদাই সাইজা হইতে গেলাম পার--


কাউন্টারের সামনে দিয়া আইতে লইছি, ওমা!
চাইয়া দেহি মেনেজারের বিরক্তিকর খোমা।
আমার দিকে চাইয়া রইছে য্যান আমি এক চিড়িয়া!
এই দুনিয়ার বেবাক চিন্তা রাখছে অরে ঘিরিয়া।


যাইতে লইছি এমুন মুডে য্যান করি না ভয়
আঁতকা হালায় পিছন থিকা মেছিয়ারে কয়,
খায়া-পিয়া কুছ ভি নেহি গেলাছ তোড়া ছে আনা...
(মাউরা হালায় ঘাউড়া কিমুন কিত্‌না বড়া সেয়ানা!)



৩. রোজার দিনে পাজি হাজি


পুরান ঢাকার আইচা কানা লোকটা ছিলো পাজি
আরব থিকা ফিরা আইসা হইছে নয়া হাজি।
হাজি হইতে লাগে জানি খোদার মেহেরবানী
হাজি হইলে মহল্লাতে দেয় লোকে সম্মানী।
সালাম পায় সে উঠতে বইতে
সবতেই চায় কথা কইতে
পাড়ার দোকান-লন্ড্রি-সেলুন সবখানে পায় সালাম
সারাটা দিন তসবি জপে পড়ে হাদিস কালাম।


কিন্তু--
রোজার দিনে বাড়ির ভিত্রে দেখছিলো কে জানি
হাজি ছাবে খাইতে আছে হাজির বিরিয়ানি!




৪. পুরান ঢাকার আছলাম ছর্দার


ভর্তি হইছি নতুন ক্লাছে, পেরাইমারী শ্যাষ।
ভর্তি কইরা দিলো বাপে জোর কইরা, শ্যাষম্যাশ।
জানতো কেডা হাই ইছকুলে জিন্দেগি বরবাদ!
বাপ মহাজন, গদিত্‌ বহুম আমার ছিলো সাধ...
কিন্তু বাপে চাইলো পোলায় হইবো যে ছিক্ষিত্‌
(পোলাপাইনের লগে মা-বাপ খ্যালে রে কিত্‌ কিত্‌!)


বিটলামিটা হইলো ছুরু প্রথম দিনেই। হোন্‌--
ছারের গলায় কেমুন জানি ইয়ার্কি টাইপ টোন!
নতুন ছাত্র? নাম জিগাইলে কইছি আমি, ছার
নাম আছলাম, পুরান ঢাকার, পদবী ছরদার।
কইলো ছারে, সর্দারজির নামটা তো খুব ফাইন!
রিপিট করো বলছি তোমায় আমি একটা লাইন--


''শাম বাজারের শশী বাবু শশা খাইতে ভালোবাসে''
বলো বাবা, (স্যারের সঙ্গে সমস্ত ক্লাশ ধুমসে হাসে)
এমনতরো সহজ প্রশ্নে সর্দারজির জবাব আসে--


''ছাম বাজারের ছছি বাবু ছছা খাইতে ভালোবাছে!''


৫. নতুন ঢাকার সুধীর ভাই


দামান আইছে শশুরবাড়িত, নয়া দামান চকচকা
পাঞ্জাবিখান ইমুন সাদা জেল্লা মারে, ফকফকা।
নজর হালার চাক্কু মারা, দেয় না চুলে তেল
মাঞ্জা মারা খোমা হালার দীলিপ কুমার ফেল!
কথাও ভি কয় ফিল্মি কেতায় - আসুন বসুন দাদা
আকাশবাণীর নাটক নিহি! কেমুন গাধার গাধা!



মহল্লাতে আইছে দামান, নতুন ঢাকার সুধীর ভাই


হালায় একটা..!


বিবার্তা/হুমায়ুন/কাফী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com