শিরোনাম
বঙ্গে ছিলেন রঙ্গনায়ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৭, ১৫:৪৪
বঙ্গে ছিলেন রঙ্গনায়ক
সালেম সুলেরী
প্রিন্ট অ-অ+

সবার মাথায় বাজ,
কেনো হঠাৎ বিদায় নিলো মহান নায়করাজ।


বিদায় নিলো বাংলাদেশের শ্রেষ্ঠ নায়কজন,
‘আগুন নিয়ে খেল’তে গিয়ে খেলেছে বন্ধন।


সাদাকালো’র ‘বেহুলা’ যুগ, ভাসলো লখিন্দর,
‘নীল আকাশের নিচে’ নায়ক, পেয়েছে বন্দর।


‘ক-খ-গ-ঘ’-এর পরে ‘জীবন থেকে নেয়া’,
‘নাচের পুতুল’, সিনেমাকাল, সময় সঁপে দেয়া।


‘অশ্রু দিয়ে লেখা’ জীবন, ‘অবুঝ মনে’র কাজ,
সেই যে ‘ওরা ১১ জন’, অথবা ‘রংবাজ’-
‘আলোর মিছিল’, ‘কি যে করি', 'গুণ্ডা' , 'অশিক্ষিত’,
নায়করাজের গুণ-অভিনয় যেন প্রশিক্ষিত।


কী শাবানা, কী ববিতা, কী কবরীর সাথ,
সুচন্দা কি, অঞ্জনা কি দোয়েল ‘চন্দ্রনাথ’...
মাত করা সব জুটির নায়ক, জিনাত-সুজাতাও,
রাজ্জাকী’য় ছবির বুকে ভাসায়নি কে নাও?


কী দর্শক, পরিচালক, প্রযোজকের ঢল,
বাংলাদেশের বাংলা ছবির স্মৃতিতে উজ্জ্বল-
যাদের হাতে গোড়াপত্তন, গড়েন মধু-চাক,
সাদাকালোয়, রঙিন আলোয় প্রযুক্ত রাজ্জাক।


‘অগ্নিশিখা, মহানগর, নাজমা, অভিযান’,
‘রাজলক্ষী, ‘শ্রীকান্ত’ বা ‘সেতু- অভিমান’,
‘বড়ো ভালো লোক ছিলো’ যার ‘বাবা কেনো চাকর’,
গুণপনা তার অভিনয়ে, মেধা-মানিক-আকর।


নায়ক থেকে পরিচালক, প্রযোজনা- তাও,
‘চাঁপাডাঙ্গার বউ’-এর সাথে ‘পাগলা রাজা'রাও-
‘মৌ-চোর’ বা ‘জোকার’ দিয়ে প্রশংসা ‘বদনাম’,
‘বাদী থেকে বেগম’ হওয়ার দারুণ পরিণাম।
‘দীপ নেভে নাই’ ‘সংসারে’ তার, ‘মনের মতো বউ’,
‘যোগ-বিয়োগে’র ‘ঝড়ের পাখি’, ‘ময়নামতি’ মৌ-
‘জীবনতৃষ্ণা’ মেটালো কে? কার রয়েছে হক-
সার্থকতার আসল কথা ভক্ত ও দর্শক।


ঠোঁট মেলানো গানগুলো তার লক্ষ কোটি গলায়-
মুখে মুখে ফিরছে আজো- দিব্য চলায়-বলায়।
‘পিচ ঢালা এই পথটারে’ বা ‘নীল আকাশের নিচে’,
‘ও হো হো রঙ্গিলা’ বা ‘সাত সাগরের’ বিচে,
‘আয়নাতে অই মুখ' দেখা বা ‘ও রহমত ভাই’-
‘মাস্টার সাব- দস্তখত’, নাম লিখিবার চাই।
‘সেই শুভদা’র সদানন্দের, কী আনন্দ সুরে-
‘একদিন-তো ছুটি হবে’, যাবেই অনেক দূরে-
গেলেন চলে নায়করাজও, সঙ্গে নিলেন কি,
রেখে গেলেন কর্মসেবার স্মৃতির পাখিটি।


অনেক সাধের ময়না পাখি, শিকল বাঁধা থাক,
সবার বুকেই থাকবে বাঁধা প্রাণপ্রিয় রাজ্জাক।
পোশাক-আশাক-মুদ্রা-তরুণ- লক্ষ্মীপ্রিয় স্বামী,
আদর্শ তার জীবন-যাপন। বিদায় হে সংগ্রামী।


উনিশশত বিয়াল্লিশে তেইশে জানুয়ারি-
জন্ম নেওয়া প্রবাস তরুণ ঢাকাতে সংসারী।
বহুমাত্রিক অভিনেতা, প্রেমমাত্রিক বদন,
হিরোমাত্রিক চুলের বাহার, ভক্ত বাহির-সদন।


একবিংশের সতেরো সাল, একুশ আগস্ট, সাঁঝ-
শোক-বাগানে মৃতের লোবান, বন্ধ আয়ুর রাজ।
বঙ্গে ছিলেন রঙ্গনায়ক, সাঙ্গ হলো খেলা,
অঙ্গে নিলেন সাদা কফিন। লখিন্দরের ভেলা...
সঙ্গে গেলো নামাজ-কালাম, চিরকালীন শোয়া-
বঙ্গ-কোটি ভক্ত দিলো প্রাণ অফুরান দোয়া।


বিবার্তা/সালেম/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com