শিরোনাম
পোড়া অন্তর
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১২:৫৭
পোড়া অন্তর
অনির্মাণ বিন্দু
প্রিন্ট অ-অ+

ভাবনায় আমি ক্লান্ত এক যাযাবর,


তুমি বিনা দশটি বছর!


আমি একলা হাঁটি আমাদের চেনা পথে পথে,


সিগারেটের ধোঁয়ায় মিশে যায় আমার অন্তরপোড়া গন্ধ।




সুখের খোঁজে বাজি রেখেছি আমার এই পোড়া হৃদয়


‘কি দেখছো তুমি অমন অবাক হয়ে’?




এটি আগ্নেয়গিরি নয় –


এটিই তো আমার হৃদয়,


জ্বলছে উত্তপ্ত লাভা হয়ে।




এখানেই নিঃশেষ হল আমার স্বপ্ন আমার সাধ –


দল বেঁধে নীল আকাশে মুক্তবিহঙ্গ হয়ে উড়ার ইচ্ছে


যেখানে উড়তে নেই কোন মানা।




আরো কত কি যে –


যা কিছু বুনেছিলে আমার এই হৃদয়ে।




নিমিষেই এই জীবন্ত আগ্নেয়গিরি –


নিভে যেতে পারে কেবল তোমারই প্রেমজলের বন্যায়,


প্রেমপলিতে জন্ম নিবে এক চিলতে গোলাপ বাগান।




জোনাকিরা স্বপ্ন হয়ে সাজাবে ক্ষণ


শুধুই তোমাকে ভালবাসিবার।




প্রতীক্ষা আর উন্মাদনায় স্বপভঙ্গ,


এক ঝোড়ো হাওয়ার তাণ্ডবলীলায়।




আজ তুমি বিনা দশটি বছর পর


হিমালয়ের বুকে আকাশের মিলন দেখে,


নয়ন জুড়ায় না আর –


বহুদিন দেখা হয়নি,


তোমার মায়াবী মুখখানি যে আমার।


বিবার্তা/জিয়া








সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com