শিরোনাম
মানুষ-৩
প্রকাশ : ৩১ মার্চ ২০১৭, ১৬:৩৩
মানুষ-৩
অঞ্জন রায়
প্রিন্ট অ-অ+

চাপাতিতে খুন হওয়া চোখেও স্বপ্ন থাকে- হয় না খুন

মানুষ মারতেই পারো- পারো মারতে কলমের আগুন?

তুমি তো মানুষ নও- মগজহীন খুনের যন্ত্র মাত্র শুধু এক

তোমার হৃদয় নাই, নাই বোধ-রুচি অথবা সামান্য বিবেক

 

সেই যে মেরেছিলে কবে- রক্ত কিন্তু এখনো অধিক উজ্জ্বল

চাপাতিতে থামে নাই কখনো মানুষ, হারে না চিন্তার ফসল-

পারো নাই কিছু তুমি, শুধুই পারো হিংসার জ্বালাতে আগুন

জানো নাই তুমি- মৃত্যু করে দেয় আমাদের মুহূর্তে বহুগুণ। 

 

বিবার্তা/অঞ্জন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com