শিরোনাম
মানুষ- ২
প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ০৯:৫৪
মানুষ- ২
অঞ্জন রায়
প্রিন্ট অ-অ+

গর্ত থেকে আসা একলা নেকড়ে তুমি
মগজ ভর্তি বিষ- হাত রাখা খুনি বেল্টে,
তোমার কোনোই শক্তি নেই-
কয়েকটা বোমা বুলেট আর প্রাচীন চাপাতি ছাড়া।


একটা দুটো খুচরো বিস্ফোরণ শুধু পারো
তোমার ভুল মগজে- ভুল নষ্ট এই জীবনে।


তুমি তো ভালোবাসা শেখো নাই-
শিখেছো চাপাতি বোমা বুলেটে মানুষ শিকার,
শিখোছো যাদের কাছে, তারা নষ্ট মানুষ-
দুহাতে ক্ষমা চায়-ঘেয়ো চতুষ্পদের মতোন।


তোমাকে মারতে বলে যে- অস্ত্র আর অর্থের
সম্ভার দিয়ে বানিয়েছে হিংস্র একলা নেকড়ে,
সে খুনী নিজেই জোড়হাত, লজ্জাহীন এখন।


ভাবো তুমি- লজ্জায় নিজেই নিজেরে দেখো
শিরোচ্ছেদ করো- মারার বদলে মরো তুমি।


এই মাটি তোমাকেও চায় না- যেমন চায় না
তোমাদের গড়ে তুলে- মগজে বিষ ঢেলে দিয়ে,
জেলে বসে হাতজোড় তিন নপুংসক ঘাতকের
ফুসফুসে হাওয়ার জোগান দিতে বাংলাদেশ।


বিবার্তা/অঞ্জন/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com