শিরোনাম
নোবেল নিতে রাজি বব ডিলান
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ২৩:৪৫
নোবেল নিতে রাজি বব ডিলান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর থেকেই বব ডিলানের সঙ্গে যোগাযোগ করতে পারেনি নোবেল কমিটি। এমন কথা গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তবে এবার সব কথার অবসান ঘটতে চলেছে।


৬ মাসের বেশি সময় ধরে নোবেল কমিটিকে এড়িয়ে যাওয়ার পর অবশেষে নোবেল পুরস্কার গ্রহণ করতে রাজি হয়েছেন ৭৫ বছর বয়সী চারণকবি।


সুইডিশ অ্যাকাডেমির পার্মানেন্ট সেক্রেটারি সারা ডানিয়াস এক ব্লগ পোস্টে এই খবর জানিয়েছেন।


জানা গেছে, চলতি সপ্তাহের শেষেই স্টকহলমে অ্যাকাডেমির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন বব ডিলান। বৈঠকের পরই তাঁর হাতে নোবেল সম্মান তুলে দেয়া হবে। যদিও নোবেল পুরস্কারের নিয়ম অনুযায়ী, প্রাপকের সম্মানে যে ডিনার রাখা হয়, তা হবে কি না নিশ্চিত নয়।


গত বছর ১৩ অক্টোবর সাহিত্যে নোবেল প্রাপক হিসেবে বব ডিলানের নাম ঘোষণা করা হয়। এই খবরে পেয়েও চুপ ছিলেন ডিলান। বেশ কিছু সময় চুপ থাকার ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নোবেল জয়কে ‘অবিশ্বাস্য! দারুণ ঘটনা’ বলে প্রতিক্রিয়া দেন খ্যাতনামা গায়ক ও গীতিকার। কিন্তু, ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহলমে অনুষ্ঠানে হাজির হননি তিনি।


বিবার্তা/আকবর/হোসেন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com