শিরোনাম
মানুষ-১
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ১১:৩৩
মানুষ-১
অঞ্জন রায়
প্রিন্ট অ-অ+

ত্রিশূল আর চাপাতিতে কোনো ভেদ নাই

উন্মাদ সব অন্ধের হাতে থাকে যদি তারা

যেমন একই সাদা কালো বাদামি চামড়া,

তেমন ঘাতক এক শুধু পরিচয় আলাদা।

ভেদ ভুলেই যারা শান দেয় হত্যার অস্ত্রে

গ্রহজুড়ে বিভিন্ন শহরে- সে ঘাতক একই

একই তাদের মগজের মধ্যে থাকা বিষ।

 

একলা নেকড়েটা দলছুট- ছোটে রক্তনেশায়,

মানুষ ভয় পায় তারা- প্রাচীন অস্ত্রের খুনি।

বোকারা জানে না তথ্য মানুষ প্রকৃত রক্তবীজ

নিলয় আখলাক অভিজিৎ- রক্ত কিন্তু একই

প্রতি ফোঁটা রক্তে থেকে জন্মে হাজারে হাজার।

 

জন্মের সংখ্যা এত বেশি- সব কামার মিলে

বছর জুড়ে রাতদিন চাপাতি ত্রিশূল গড়ে যাক

কখনোই সেই অস্ত্রে সকল মানুষ হবে না শেষ

এটাই বাল্যশিক্ষা- মানব সভ্যতার প্রথম পাঠ

লালন কবীর বলেছে, শুনেছে- নদী আর মাঠ।

 

বিবার্তা/অঞ্জন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com