শিরোনাম
বইমেলার শেষ সন্ধ্যায় মোড়ক উন্মোচন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪১
বইমেলার শেষ সন্ধ্যায় মোড়ক উন্মোচন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অমর একুশে বইমেলার শেষ সন্ধ্যায় উন্মোচন করা হলো ''আমার দেখা অখণ্ড ভারত পাকিস্তান ও বাংলাদেশ'' বইয়ের মোড়ক।


প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব এম.এ. জলিল লিখেছেন ইতিহাসভিত্তিক এ বইটি। এতে ১৯৪৭ সালের ভারতবিভাগ থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত ইতিহাসে বাঁকে বাঁকে সংঘটিত নানা জানা-অজানা ঘটনা তুলে ধরেছেন লেখক। বইটি প্রকাশ করেছে আবির প্রকাশনী।


বইমেলা প্রাঙ্গনে বইটির মোড়ক উন্মোচন করেন অনলাইন নিউজপোর্টাল বিবার্তা২৪ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইটির প্রকাশক নুরুল আফসার ও বইটির লেখক আলহাজ্ব এম.এ জলিলের ছেলে খালেদ মাহমুদ।



বইটি সম্পর্কে অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেটেরসম্পাদক বাণী ইয়াসমিন হাসি বলেন, নিঃসন্দেহ এই বই ইতিহাসে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে সকলের কাজে লাগবে। প্রকৃত ইতিহাস জানার জন্য এই বই আমাদের সাহায্য করবে। লেখক বিভিন্ন সময় ভারত সফর করেছেন। ওই সময়ের বাস্তব তথ্য তুলে ধরেছেন এখানে।


ইতিহাসবিদ ও ইতিহাসের শিক্ষার্থীদের জ্ঞান আহরণে বইটি সাহায্য করবে - এমনটাই আশাবাদ ব্যক্ত করেন বইটির প্রকাশক নুরুল আফসার।


বিবার্তা/লাভলু/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com