শিরোনাম
বইমেলায় খায়রুল বাবুই-এর ৪টি বই
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৯
বইমেলায় খায়রুল বাবুই-এর ৪টি বই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

লেখক হবেন- এমন স্বপ্ন বা ভাবনা কখনোই ছিল না ছোটবেলায়। বড়বেলায় আসতে আসতে পরিচিত হয়ে গেছেন রম্যলেখক হিসেবে। ছোটবেলার রঙিন সময়গুলো নিয়ে ভাবেন এখন। তাই লিখছেন শিশুতোষ গল্প; রাঙিয়ে তুলছেন ছোটদের স্বপ্নরাজ্য।


দৈনিক প্রথম আলোর বিভিন্ন ফিচার পাতায় লেখালেখির মাধ্যমে শুরু। তারপর ইত্তেফাক, সমকাল, সকালের খবরসহ বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লিখছেন গল্প-ছড়া। এবারের মেলায় খায়রুল বাবুইয়ের মোট চারটি শিশুতোষ বই প্রকাশিত হয়েছে।


ইকরিমিকরি প্রকাশনী থেকে অদ ভূত বদ ভূত, শৈশব প্রকাশ থেকে স্কুল যেতে ভয় নেই ও বুদ্ধির জোর এবং বাবুই থেকে ঠক ঠক। এছাড়াও টোকা এবং ফান-ই-গল্প নামে দুটি রম্যগল্প সংকলন পাওয়া যাবে যথাক্রমে ভাষাচিত্র ও ঐতিহ্য প্রকাশনীর স্টলে।


বিবার্তা/অভি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com