শিরোনাম
বইমেলায় রুবাইদা গুলশানের ‘বিভ্রমে নীলাম্বরী’
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৯
বইমেলায় রুবাইদা গুলশানের ‘বিভ্রমে নীলাম্বরী’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অমর একুশে বইমেলায় কবি ও কথাশিল্পী রুবাইদা গুলশানের প্রথম কবিতার বই ‘বিভ্রমে নীলাম্বরী’ প্রকাশিত হয়েছে।

 

বনভূমির ঝরে যাওয়া পাতা, পাখি, ফুল, সোনালি দিগন্ত, সূর্যাস্তের রক্তিম লালিমার সাথে জমে ওঠা গল্প-কথার ৭৬টি কবিতা নিয়ে সাজানো বইটি প্রকাশ করেছে মূর্ধণ্য প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইমেলার ৬৩৮-৬৩৯নং স্টলে পাওয়া যাবে ‘বিভ্রমে নীলাম্বরী’।

 

বইটি সম্পর্কে রুবাইদা গুলশান বলেন, ‘হাসির প্রলেপে ঢাকা পড়া কষ্টগুলো যেন রঙধনুর সাত রঙ, কষ্টের এক এক রঙে ব্যথাগুলো ঝরে পড়ে টুপটাপ শব্দ করে নীলাম্বরী'র হৃদয়াকাশে। এলোমেলো আকাশে কখনো ভাসে মনোরম মেঘ, কখনো সাদা আর নীলের মিষ্টি লুকোচুরি, কখনো কালো মেঘের ঘনঘটায় আকীর্ণ হঠাৎ বৃষ্টি হয়ে মিশে যায় মাটির উঠোনে। অতঃপর গল্প জমে ওঠে বনভূমির ঝরে যাওয়া পাতা, পাখি, ফুল, সোনালি দিগন্ত, সূর্যাস্তের রক্তিম লালিমার সাথে। কখনো সে গল্প বোবাকান্নার মতো। বিভ্রমের বেড়াজালে ছাপিয়ে ওঠা আনন্দের ঝরনাধারা হয়ে গোপনে সুর আসে ভেসে আলো আঁধারে মিশে অনুভবের আঙিনা জুড়ে, ‘বিভ্রমে নীলাম্বরী’।’

 

রুবাইদা গুলশানের জন্ম ঠাকুরগাঁওয়ে। পৈতৃক নিবাস যশোর। বাবা আতাউর রহমান, অবসরপ্রাপ্ত বিজিবি কোম্পানি কমান্ডার এবং মহান মুক্তিযোদ্ধা। মা সালেহা রহমান গৃহিণী।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন রুবাইদা গুলশান। স্বামী গোলাম সরোয়ার একজন চিকিৎসক।

 

অমর একুশে বইমেলা ২০১৬-তে রুবাইদা গুলশানের উপন্যাস ‘অন্তরালে বর্ণফুল’ প্রকাশিত হয়।

 

বিবার্তা/আছিয়া/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com