শিরোনাম
বইমেলায় শাহআলম সাজুর ৭ উপন্যাস
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৬
বইমেলায় শাহআলম সাজুর ৭ উপন্যাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একজন উপন্যাসিক হিসেবে সাংবাদিক শাহআলম সাজুর যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে ‘বৃষ্টিভেজা ভালোবাসা’ উপন্যাস লেখার মধ্য দিয়ে। এখন পর্যন্ত তার লেখা ২৫টি উপন্যাস এবং পাঁচটি গল্পের বই বাজারে আছে। এবারের একুশে বইমেলাতেও শাহআলম সাজুর লেখা সাতটি উপন্যাস পাঠকরা হাতে পাবেন। এরমধ্যে একটি বই ছাড়া বাকী সবগুলো বই প্রকাশ হয়েছে।


সাজুর লেখা এবারের উপন্যাসগুলো হচ্ছে- ‘মনেরেখো সন্ধ্যাতারা আমিও ভালোবেসেছিলাম’, ‘তুমি বৃষ্টিময়ী’, ‘মনেপড়ে’, ‘ভয়ংকর বাবলু’, ‘জনি গোয়েন্দা’, ‘গোয়েন্দা অভিযান’ এবং ‘বসন্তে এসো ভালোবাসা দিবো’।


এরমধ্যে ‘জনি গোয়েন্দা’ বইটি সাজু তার নিজের এলাকার প্রথম দশজন মুক্তিযোদ্ধাকে উৎসর্গ করেছেন। পাশাপাশি ‘ভয়ংকর বাবলু’ বইটি তার বন্ধু সাংবাদিক অভি মঈনুদ্দীন, অভির স্ত্রী সাবিহা সুলতানা, অভির দুই কন্যা মাদিহা মাহনূর ও মার্সিহা মাহরুজকে উৎসর্গ করেছেন সাজু।


অন্যান্য বইগুলো উৎসর্গ করেছেন অভিনেতা তারিক আনাম খান, সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী, অভিনেত্রী আফসানা মিমি, সুইটি, সাজুর চাচা হায়দার আলী, অভিনেতা চঞ্চল চৌধুরী, নাট্যকার বৃন্দাবন দাস, অভিনেত্রী খুশী ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।


নিজের লেখালেখি প্রসঙ্গে শাহআলম সাজু বলেন, ‘একজন উপন্যাসিক হিসেবে পরিচয় দিতেই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। লেখালেখির মাঝেই আমি নিজেকে খুঁজে পাই। মৃত্যুর আগ পর্যন্ত লিখতে চাই। চাই এ দেশের মানুষের মাঝে যুগের পর যুগ বেঁচে থাকতে। সবার কাছে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া চাই।’


এদিকে আসছে ২০ ফেব্রুয়ারি উপন্যাসিক, সাংবাদিক শাহআলম সাজুর জন্মদিন। এবারের জন্মদিনটি তিনি নিজের মতো করেই উদ্যাপন করবেন বলে জানিয়েছেন।


বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com