
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২৮-২৯ জুন চলবে স্মরণ অনুষ্ঠান 'স্মৃতি সত্তা ভবিষ্যৎ'। অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।
বাংলাদেশের প্রয়াত চারজন চারুশিল্পীর স্মরণে আয়োজন করা হয়েছে 'স্মৃতি সত্তা ভবিষ্যৎ'। ২৮-২৯ জুন আয়োজন চলবে প্রতিদিন বিকাল ৫-৬টা পর্যন্ত।
২৮ জুন, মঙ্গলবার স্মরণীয় ব্যক্তি হিসেবে শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসান এবং ২৯ জুন, বুধবার স্মরণীয় ব্যক্তি হিসেবে শিল্পী এস এম সুলতান ও শিল্পী কাইয়ুম চৌধুরী থাকবেন আলোচনার মূল অংশে। মূলত এই বিশিষ্টজনদের কর্মময় জীবন তুলে আনাই দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। সেইসাথে মনে করা হচ্ছে, চারুশিল্পীদের অনুপ্রেরণাও হয়ে থাকবে এই আয়োজন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]