শিরোনাম
প্রতিবন্ধীদের ‘হাঁসের পায়ে ঘুড়ি’র মোড়ক উম্মোচন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫০
প্রতিবন্ধীদের ‘হাঁসের পায়ে ঘুড়ি’র মোড়ক উম্মোচন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে প্রতিবন্ধীদের নিয়ে ব্যতিক্রমধর্মী ‘হাঁসের পায়ে ঘুড়ি’ নামে একটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।


শনিবার দুপুরে সাভারের চাঁপাইন এলাকায় পক্ষাঘাতগ্রস্তদের পূর্নবাসন কেন্দ্র (সিআরপির) রেডওয়ে হলে উম্মোচন করা হয়।


প্রধান অতিথি সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভেলরি এ টেইলর এ বইয়ের মোড়ক উম্মোচন করেন।


বইটি শিশুতোষ লেখক ও ছড়াকার নাজিয়া জাবীনের লেখা।


বইটির লেখক নাজিয়া জাবীন জানান, একটি প্রতিবন্ধী শিশুকে নিয়ে বইটি লেখা হয়েছে। অনুষ্ঠান শেষে ‘হাঁসের পায়ে ঘুড়ি, ওই বইটি বিভিন্ন প্রতিবন্ধী শিশুদের মাঝে বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন শিশু মনোবিজ্ঞানী ডা. শামিম মতিন চৌধুরী, প্লাস ওয়ানের প্রতিষ্ঠাতা মহাপরিচালক রুবাবা দৌলা, সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলামসহ প্রমুখ।


বিবার্তা/শরিফুল/জেমি/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com