শিরোনাম
ষোলই ডিসেম্বর
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ১৪:১৪
ষোলই ডিসেম্বর
শরিফুল ইসলাম আকন্দ
প্রিন্ট অ-অ+

ডিসেম্বর তোমাকে শুনলেই মনে হয় জয়! জয়!


ডিসেম্বর তোমাকে শুনলেই থাকেনা’ক কোন ভয়।
ডিসেম্বর তোমাকে শুনলেই মনে বল সঞ্চয়।


ডিসেম্বর তোমাতেই নিয়াজিদের চরম বিপর্যয়।
ডিসেম্বর বাঙ্গালি জানে কিভাবে জয় নিতে হয়।
ডিসেম্বর তোমাতেই বাংলা মার ঘরে মহান বিজয়।


ডিসেম্বরে বাংলাদেশ বিশ্বে নতুন একটা অধ্যায়।
ডিসেম্বরে মিলে চিরকাল টিকে থাকে না অন্যায়।


ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীন আকাশে
পতপত উড্ডীয়মান লাল সবুজের নিশান।
ডিসেম্বরে শত বছরে শত শত জমে থাকা
শাসন-শোষণ, বঞ্চনা ও বশ্যতার অবসান।


ডিসেম্বরে বিজয় উল্লাসে উচ্চকরিশির
অনিয়মের বিরুদ্ধে আমরা সব বাঙ্গালিবীর।


হে অবিস্মরণীয় দিন ষোলই ডিসেম্বর
অনন্তকাল ধরণী তল থাকো অবিনশ্বর।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com