শিরোনাম
তুমি জনগণমন নন্দিত নেত্রী
প্রকাশ : ২১ আগস্ট ২০২১, ০৮:৪৭
তুমি জনগণমন নন্দিত নেত্রী
প্রিন্ট অ-অ+

২০০৪ সালে ২১শে আগস্ট আওয়ামীলীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর ভয়াবহ গ্রেনেড হামলা হলে ২৩শে আগস্ট ‘তুমি জনগণমন নন্দিত নেত্রী’ শীর্ষক কবিতাটি রচনা করেন দেশের বিশিষ্ট কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ (বর্তমানে সিনিয়র প্রো-ভাইস চ্যান্সেলর)। সেই সন্ত্রস্ত সময়ে ‘পথিক সুজন’ ছদ্মনামে কবিতাটিতে সুর সংযোজন করেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর। কণ্ঠশিল্পী আরিফ রহমানের কণ্ঠে সেই গান ক্যাসেটবন্দি করে সারাদেশে ছড়িয়ে দেয়া হয়। সেগুন বাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে অধ্যাপক শামসুল হুদা হারুনের সভাপতিত্বে ক্যাসেটটি উদ্বোধন করেন প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী কলিম শরাফী।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অধ্যাপক কবীর চৌধুরী ২১শে আগস্টের বর্বর গ্রেনেড হামলা এবং হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা এমন সময়োচিৎ গান নিয়ে শেখ হাসিনার পাশে দাঁড়ানো ও বর্বর গ্রেনেড হামলার বিচারের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহবান জানান। পরে কবিতাটি অনুবাদ করেন বিশিষ্ট কবি-সাংবাদিক শিহাব সরকার। একুশে আগস্ট পালন উপলক্ষ্যে কবিতা/গানটি পূনর্মুদ্রণ করা হলো।


তুমি জনগণমন নন্দিত নেত্রী
-মুহাম্মদ সামাদ


প্রিয় নেত্রী শেখ হাসিনা, জননেত্রী হাসিনা
তুমি জনগণমন নন্দিত নেত্রী এই সোনার বাংলার
ভয় নাই বোন, ভয় নাই মা, তোমার ভয় নাই
তোমার জীবন বাঁচাতে আমরা তৈরি রেখেছি প্রাণ
আমরা আছি লক্ষ কোটি মুজিবের সন্তান।


জেগেছে ছাত্র জেগেছে জনতা
জেগেছে কৃষক-শ্রমিক
বিক্ষোভে আর বিদ্রোহে আজ উত্তাল চারিদিক
তোমার নামেই গর্জে ওঠে
ভাইয়ের খুনে
বোনের সম্ভ্রমে
মায়ের কান্নায়
পিতার রক্তে
রাঙানো লাল বাংলাদেশ... বাংলাদেশ
তুমি আজ তাই আলো হাতে আঁধারের যাত্রী।


জীবন দিয়ে, রক্ত দিয়ে
রুখেছি গুলি বন্দুক-বোমা
এইবার হবে খুনিদের দিন শেষ ...খুনিদের দিন শেষ


তোমার ডাকে তোমার সাথে বাঙালির পথ চলা
তোমার ডাকেই মুক্ত হবে মৃত্যুপুরী এই ক্ষুব্ধ বন্দিশালা
আকাশে বাতাসে দিকে দিকে শুনি
তোমার জয়ধ্বনি ...তোমার জয়ধ্বনি
তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার।


প্রিয় নেত্রী শেখ হাসিনা, জননেত্রী হাসিনা
তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার
ভয় নাই বোন, ভয় নাই মা, তোমার কোনো ভয় নাই
তোমার জীবন বাঁচাতে আমরা তৈরি রেখেছি প্রাণ
আমরা আছি লক্ষ কোটি মুজিবের সন্তান।।


বিবার্তা/এনকে/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com