শিরোনাম
স্বাধীনতার শ্রেষ্ঠ অমর কবি
প্রকাশ : ০৭ মার্চ ২০২১, ২২:০৪
স্বাধীনতার শ্রেষ্ঠ অমর কবি
শারমিন জাহান
প্রিন্ট অ-অ+

স্বাধীনতা আমার সবচেয়ে প্রিয় অমর কবিতা;
বঙ্গবন্ধু সেই অমর মহাকাব্যের শ্রেষ্ঠ কবি।


সেই উত্তাল ফাগুনের তেজোদ্দীপ্ত বিকেলে
তোমার তর্জনীর ইশারায়
অপূর্ব স্বতঃস্ফূর্ততায় দাসত্বের মহাকাল পেরিয়ে
তোমার বজ্রকন্ঠে উচ্চারিত হয়েছিলো
পরম আরাধ্য প্রিয় পংক্তিমালা।


সাড়ে সাত কোটি জনতার হৃদয়গাঁথা
লক্ষ কোটিবার উচ্চারিত-প্রতিধ্বনিত;
শেষ রক্তবিন্দু থেকে কাঙ্ক্ষিত প্রিয় পংক্তিমালা।


পেছনে বুলেট সামনে ফাঁসির মঞ্চ
ডানে বায়ে ষড়যন্ত্রের সুনিপুণ বেড়াজাল ডিঙ্গিয়ে
আকাশের বিশালতা, হিমালয়ের দৃঢ়তা
আর সাগরের গভীরতা করেছো বুকে ধারণ।
সিনা টান করে তর্জনী হেলন
সেইসাথে সৌম্য কান্তি বেশে
পুরুষ্টু ঠোঁটের বজ্র কঠিন উচ্চারণ -
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। "


এই মহাবিশ্বে একজনই আছে এমন
আর কেউ কভু কোথাও দেখেনি তেমন,
জীবন-যৌবন, আপনজন দিয়েছে সবি
বঙ্গবন্ধু! তুমিই স্বাধীনতার শ্রেষ্ঠ অমর কবি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com