শিরোনাম
জাতীয় কবিতা উৎসবের নিবন্ধন শুরু
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৭, ২১:৫৪
জাতীয় কবিতা উৎসবের নিবন্ধন শুরু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘বর্বরতা মানে না কবিতা’- এ স্লোগান ধারণ করে জাতীয় কবিতা পরিষদ আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে (হাকিম চত্বর)আয়োজন করেছে দুইদিনব্যাপী একত্রিশতম জাতীয় কবিতা উৎসব।


এ উৎসব সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির দোতলায় উৎসব দফতরে নিবন্ধন শুরু হয়েছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসব দফতর খোলা থাকবে। ঢাকা ও ঢাকার বাইরের কবিদের ২টি কবিতাসহ নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে।


রবিবার জাতীয় কবিতা উৎসব ২০১৭ এর আহবায়ক রবিউল হুসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com