শিরোনাম
“আমি যাই কোথা ... এইতো সময়”
প্রকাশ : ১০ জুন ২০২০, ১২:১৪
“আমি যাই কোথা ... এইতো সময়”
মো. গোলাম রহমান
প্রিন্ট অ-অ+

কে যেন কড়া নেড়ে বলল:


চলো...
সামনে এগোও
সুশোভিত বাগানময় বনের ভিতর দিয়ে
এগিয়ে যাও
রকমারি ফুলের সৌরভে
পাখির মিষ্টি কিচিরমিচির শব্দে
সামনেই বরফাচ্ছাদিত পাহাড়
চোখ-কাড়া সৌন্দর্যে


পাশ দিয়ে কলকল বয়ে যাওয়া শান্ত নদী
পিছলে বেরিয়ে যাচ্ছে সরু নৌকা শব্দহীন
যে পাখিরা গান গায় নিজ আনন্দে
তারা কেউ বলে না থামতে
বলে না,
-শোনে যাও আমাদের সুমধুর সঙ্গীত।


আমি শুধুই এগিয়ে যাই সামনে
সুন্দরের সান্নিধ্যে
কুয়াশা ঘেরা অচেনা রশ্নির দিকে চেয়ে
পিছু ফেরা হয়না
না...


স্বপ্নোথ্থিতের মত জেগে উঠি আচমকা
না, অনেক কাজ বাকি
মাত্রতো ভোর
জাগবার এইতো সময়
কী মধুর সুরেলা পাখির গান...


আহা! জীবন ঊজ্জ্বল রবি-করোজ্জ্বল!

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com