শিরোনাম
বিবর্ণ প্রেম
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১৬, ১১:৪০
বিবর্ণ প্রেম
অনির্মাণ বিন্দু
প্রিন্ট অ-অ+

সুমিত্রা তোমাকে এখনই
কাছে পেতে মন চাইছে।
তোমার আলিঙ্গন হৃদয়ের অক্সিজেন্।
লাজুক চোখের কবিতা পড়ে
এঁকেছিলাম তোমার ইচ্ছার সেই স্বপ্নরঙ্গিন ছবি।
শিহরণে, আবেগে আধো কাপুনি কণ্ঠে
শুনতে ইচ্ছা করে –
‘এসো আমার প্রানের মাঝে’।



রঙধনুর রঙ নয়-
প্রেমের রঙে রঙিন ছিল দিনগুলি মোর।
বিদ্যুৎ চমকের মতন হারিয়ে গেল
সুরের মূর্চ্ছনায় মোহিত সেই ভালবাসার মধুক্ষণ।



চলছে জীবন প্রকৃতির এঁকে দেয়া কক্ষপথে,
এখানে দিন আসে বিবর্ণ হয়ে
রাত যায় ভদকার নেশার ঘোরে।
নেশার ঘোরে দরজায় কলিং চাপ দেই
ফিসফিস করে ডাকি –
স্বপ্ন তুমি জেগে আছো?



ওপার থেকে কোন সাড়া নেই,
কিছুক্ষণ বয়ে যায় নিরালায়-
আমি দাঁড়িয়ে একা দরজার এপার।


কানে ভেসে আসে নৈশ প্রহরীর চিৎকার
আর কিছু বেওয়ারিশ কুকুরের হাঁকডাক,
মিশে যায় এ গলির অন্ধকার প্রান্তের সাথে।



সিগারেটের ছাই ভেঙে পড়েনি
জ্বলছে তুঁষ কাঠের মত
আমার এই মন পড়ে যেমন।



রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে
কৃত্রিম মেকাপে সজ্জিত
এ শহরের আদিম পেশার নারীর বিকিকিনি চলছে।
হঠাৎ শরীর ঘিন ঘিন করছে




ঘেন্নায় বমি আসছে ভেবে সমাজের সৃষ্ট এ পন্থা।
বেয়ারা চোখ কচলাতে কচলাতে দরজা খুলে দিল
প্রতি রাতের মতন জানিয়ে গেল
বাবু, খাবার সাজিয়ে রেখেছি টেবিলে।



মাথা ধরেছে ভীষণ ভদকার নেশায়।
ঘরে ফেরার নেশা নেই,
স্বপ্ন নেই, যেন ভালোবাসাও নেই।


আজ আমাকে রাঙ্গিয়ে যায় ভদকায়
অধর ভেবে তোমার
ভদকার গ্লাসে চুম্বন দেই বার বার।


বিবার্তা/জিয়া


বিবার্তা/অনির্বাণ/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com