শিরোনাম
আমি মেঘ বলছি
প্রকাশ : ০৩ মার্চ ২০২০, ২০:৪৮
আমি মেঘ বলছি
জান্নাতুল ফেরদৌস আলেয়া
প্রিন্ট অ-অ+

শুনতে পাচ্ছো!


আমি মেঘ বলছি,


সেই কবে থেকে ঠিকানাবিহীন


অসীম আকাশে


উড়ছি তো উড়ছি।


দিনশেষে সবাই ঘরে ফেরে,


এমন কি পাখিরাও।


আমার কোন নিজস্ব ঘর নেই,


নিরাপদ বলয় নেই,


অপেক্ষমান একান্ত নিজস্ব


কোন স্নেহাশ্রয় নেই।


সন্দেহের বৈরী বাতাসে


ভাসতে ভাসতে


ছুটছি তো ছুটছি।


আমি মেঘ বলছি,


ধরা থেকে বহু দূরে,


বেড়াই শুধু ঘুরে ঘুরে;


কোথাও নাই মাথা গুঁজবার ঠাঁই।


বল, একটা অভয়াশ্রম আমারও তো চাই!


কেবল অপেক্ষার প্রহর গুণছি।


আমি মেঘ বলছি,


ভাসমান মেঘ,


আমার অবুঝ আবেগ


নিয়ত বৃষ্টি হয়ে ঝরে পড়ে।


তোমরা কি বুঝতে পারো!


পারো না।


কেন আমি অরক্ষিত?


আজও জানি না।


একটা চারা গাছ লাগালেও


তোমরা এর চারপাশে বেড়া দাও,


যাতে সাবলীলভাবে বেড়ে ওঠে,


যাতে ক্ষতিগ্রস্ত না হয়;


পানি দাও, যত্ন করো


আগাছা নিড়াও।


আর আমার!!


চারপাশে কোন বেড়া নেই।


একেবারে খোলা আকাশের নীচে


বেওয়ারিশ, নিলামের মাল,


চতুর বাতাসের মনগড়া দোলায়


দুলছি তো দুলছি।


আমি মেঘ বলছি,


কী দোষ বল তো আমার!


কিছু বুঝে ওঠার আগেই


কেন আমার জীবন ছারখার!


পিশাচের ভয়ংকর থাবায়


কেন আমার কন্ঠরুদ্ধ!


কেন অনাহুত যুদ্ধ আমার সাথে!


কেউ কী জবাব দেবে তার!


কোথায় আমার মধুর শৈশব!


আমি কার কাছে করবো আবদার,


কে মেটাবে বায়না আমার!


কে ধরবে হাত!


সেই বিভীষিকাময় রাত


আজও আমায় তাড়া করে ফেরে।


বলতো, আমায় কে চেনাবে পথ!


কে বুঝাবে কী জটিল এই


জগত- সংসার !


অনাথ এই আমি একাকী


চলছি তো চলছি।


আমি মেঘ বলছি ,


শোন, নানুমণি শেখ হাসিনা,


তুমিও আমার মতো কি না;


তাই তুমি বুঝবে হয়তো


আমার ব্যথার ক্ষত


তোমারও চেনা।


আমিও বিচার চাই,


কিভাবে? জানি না।


""""''"""""""""" উৎসর্গঃ
সাংবাদিক দম্পতি
সাগর- রুনীর একমাত্র পুত্র


মেঘ - কে।


বিবার্তা/জাহিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com