শিরোনাম
গ্রন্থমেলায় বুলবুল চেীধুরীর ‘স্বনির্বাচিত কিশোর গল্প’
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৯
গ্রন্থমেলায় বুলবুল চেীধুরীর ‘স্বনির্বাচিত কিশোর গল্প’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে বুলবুল চেীধুরীর গল্পগ্রন্থ ‘স্বনির্বাচিত কিশোর গল্প’। বাংলা জার্নাল থেকে বইটি প্রকাশিত হয়েছে।


গ্রন্থটি এক যে ছিল নেজাম ডাকু, গার্ডবাড়ির পরি, মেছো ভূত, ভালো ভূত ও কাঞ্চনমালা- এই পাঁচ কিশোর গল্প নিয়ে লেখা।



কিশোরদের জন্য এ বইয়ের লেখক সবসময় যৎসামান্য লিখেছেন। দেশ স্বাধীনের পরপরই এই কথাশিল্পী ‘ টুকা কাহিনী ’ নামে একটি গল্প লিখে সবাইকে চমকে দিয়েছিলেন। সেখান থেকেই তার লেখালেখির পথচলা শুরু। প্রায় পাঁচ দশক ধরে নানা চড়াই -উৎরাইয়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত হলেও তিনি লিখেছেন দু’হাতে, নিজেকে উজার করে। তিনি বাংলা কথাশিল্পে নিজস্ব ভাষাভঙ্গি এবং গল্প বলার আলাদা ধরণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।



সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে বুলবুল চেীধুরী পেয়েছেন হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার, জসীম উদদীন স্মৃতি পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ব্র্যাংক ব্যাংক -সমকাল সাহিত্য পুরস্কার প্রভৃতি।


উল্লেখ্য, ‘স্বনির্বাচিত কিশোর গল্প’ গ্রন্থটি গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের বাংলা জার্নাল প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। এ প্রকাশনীর স্টল নম্বর ৫৩৩।


বিবার্তা/রাসেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com