শিরোনাম
হাঙ্গরের হামলা থেকেও সেলফি আসক্তি বিপদজনক!
প্রকাশ : ০৬ জুলাই ২০১৯, ২০:১২
হাঙ্গরের হামলা থেকেও সেলফি আসক্তি বিপদজনক!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সেলফি তোলায় অনীহা রয়েছে ডিজিটাল দুনিয়ায় যুব সমাজের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়াই কঠিন।স্মার্টফোন কেনার সময়ও এখন আগে দেখে নেয়া হয় সেলফি ক্যামেরার মান ঠিক কতটা উন্নত।


বর্তমান বিশ্বে আসলে সেফলি তোলাটা রীতিমতো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যারা তোলেন না, তাদের কপালে জোটে ‘ব্যাক ডেটেড’ তকমা। নতুন নতুন পোশাক, সাজগোজ, হেয়ার স্টাইল সবই তো এখন ওই ক্যামেরা লুক দেয়ার জন্যই। বিশ্বজুড়ে যেমন বেড়েছে সেলফির পাগলামো, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনার সংখ্যাও। জানলে অবাক হবেন, হাঙরের আক্রমণের থেকেও এখন বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে সেলফি আসক্তি!


সুন্দর সেলফি তোলার জন্য অনেকে আবার সেলফি স্টিকও ব্যবহার করে থাকেন। গত কয়েক বছরে সেলফি স্টিকের বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। কিন্তু সেলফির নেশা যে সর্বনাশা, সে উদাহরণও তো কম নেই। দুর্গম এলাকায়, প্রাণের ঝুঁকি নিয়ে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনাও বারবার শিরোনামে উঠে এসেছে। রিপোর্ট বলছে, ২০১১-র অক্টোবর থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত বিশ্বে অন্তত ২৫৯ জন সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন। সেখানে হাঙরের মুখে পড়ে মৃতের সংখ্যা ৫০।ব্যবধানটা সত্যিই কপালে চিন্তার ভাঁজ ফেলার মতো।


সমীক্ষা বলছে, মহিলাদের মধ্যে সেলফি তোলার আসক্তি পুরুষদের তুলনায় বেশি। কিন্তু পুরুষরা আবার বেশি ঝুঁকি নিয়ে সেলফি তুলতে ভালবাসেন। ফলে পানি ডুবে, সড়ক দুর্ঘটনায় কিংবা খাদে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে বহুবার।


তবে শুধু সেলফি নয়, গ্রুফি অর্থাৎ একসঙ্গে অনেকজন ছবি তুলতে গিয়েও দুর্ঘটনা ঘটিয়েছেন অনেকে।কখনো ট্রেনে কাটা পড়েছেন তো কখনো গভীর পানিতে উলটে গিয়েছে বোট। দুর্ঘটনা রুখতে বিভিন্ন জায়গাকে ‘নো সেলফি জোন’ ঘোষণা করা হয়েছে। কেবলমাত্র মুম্বইয়েই ১৬টি স্থান ‘নো সেলফি জোন’ বলে চিহ্নিত।তবে ভারতের বাইরে ব্রাজিল, ভিয়েতনাম, জার্মানি, তাইওয়ান, রাশিয়ার মতো দেশেও আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সেলফি আসক্তি।তাই নিজেকে ভালোবেসে ছবি তুলুন।কিন্তু সাবধানে।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com