শিরোনাম
নেপালের ফ্যাশন শো’তে বাংলাদেশী পোশাক
প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ১৬:০০
নেপালের ফ্যাশন শো’তে বাংলাদেশী পোশাক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নেপালে অনুষ্ঠিত ষষ্ঠ সার্ক বিজনেস লিডার্স কনক্লেভ উপলক্ষ্যে আয়োজিত ফ্যাশন শো’তে বাংলাদেশের পোশাক উপস্থাপন করেন এদেশে পরিচিত ডিজাইনার লিপি খন্দকার।


নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৮ মার্চ অনুষ্ঠিত এই ষষ্ঠ সার্ক বিজনেস লিডার্স কনক্লেভ’র প্রধান অতিথি ছিলেন নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলি। হোস্ট করেন সার্ক চেম্বারের সভাপতি নেপালের সুরায ভেদিয়া এবং তার পত্নী রিতু ভেদিয়া।



এই উপলক্ষ্যে ১৭ মার্চ সার্ক চেম্বার আয়োজন করেন একটি বর্ণাঢ্য ফ্যাশন শো। যেখানে অংশগ্রহণ করে সার্কভুক্ত দেশগুলো। সার্ক চেম্বারের আমন্ত্রণে বাংলাদেশ থেকে সাতজনের একটি দল এতে অংশগ্রহণ করে। যার নেতৃত্ব দেন ‘ডিভাইন বিউটি লাউঞ্জ’য়ের সংগীতা খান।


বিবিয়ানার ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকারের ডিজাইনে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদি কাপড়ের উপর রিকশা মোটিফের সমন্বয়ে পোশাকের আয়োজনগুলো উপস্থাপন করেন। যা সবার কাছে সমাদৃত হয়।


এই ফ্যাশন শো’য়ে অংশ নেওয়া মডেলদের মেইকওভারে ছিলেন ‘ডিভাইন বিউটি লাউঞ্জ’য়ের বাপন রহমান। কেশ বিন্যাসে ইমাম হাসান এবং সঙ্গে ছিলেন দুজন স্বনামে পরিচিত মডেল মারিয়া এবং মিয়াম।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com