শিরোনাম
সম্পর্ক দীর্ঘ ও দৃঢ় করার কিছু কৌশল
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৬, ১৭:২৫
সম্পর্ক দীর্ঘ ও দৃঢ় করার কিছু কৌশল
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনেক সময়ই দেখা যায় যে, প্রচন্ড ভালোবাসা থাকা সত্ত্বেও দাম্পত্য জীবন একেবারেই পানসে আর অশান্তির লাগে। এমন সময় অনেকেই সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যেতে চায় না। কিন্তু সম্পর্ক ভেঙে দেওয়াই এর সমাধান নয়। আপনার পাশেই থাকা পুরোন কিছু সম্পর্ককে দেখুন। যুগ যুগ ধরে টিকে রয়েছে সেগুলো। তাহলে আপনি কেন পারবেন না। একটু চেষ্টা করলে আপনিও পারবেন সম্পর্কটাকে দীর্ঘ ও দৃঢ় করতে। এজন্য অনুসরণ করতে পারেন নিম্নলিখিত কৌশলগুলো-


বিশ্বাস করুন
সম্পর্কের সবচাইতে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো বিশ্বাস। আর এই বিশ্বাস যদি কখনো একটু হলেও হালকা হয়ে যায় তাহলে যতটাই আপনি ভালোবাসুন না কেন, দুজনের সম্পর্কের শেষ দাগটা নির্ধারন করা হয়ে যায় তখনই। তাই একে অন্যকে বিশ্বাস করুন আর কিছুটা সময় সঙ্গীকে নিজের মতন করে কাটাতে দিন।


শ্রদ্ধা দেখান
ভালোবাসার সম্পর্কে কেবল ভালোবাসা দেখানোটাই সবচাইতে বড় ব্যাপার নয়। ভালোবাসার পাশাপাশি একটি সম্পর্কে বড় স্থান জুড়ে রয়েছে শ্রদ্ধা। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হোন। শুধু ভালোবাসার সম্পর্ক কেন, যে কোন সম্পর্কের ক্ষেত্রেই এটা সত্যি। একে অন্যের সব সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গীর প্রতি শ্রদ্ধা প্রকাশ করুন।


একসাথে হাসুন
প্রতিদিন একটু সময়ের জন্যে হলেও একসাথে হাসুন। নিজেদের সাথে কথা বলুন। কেবল নিজেকে ভালো রাখার জন্যে নয়, সঙ্গীকে ভালো রেখে, তার মনকে খুশী রেখে তাকে হাসানোর চেষ্টা করুন।


একে অন্যকে সমর্থন করুন
পৃথিবীর আর সবার চাইতে আপনি আপনার সঙ্গীর কাছে আলাদা কেউ কেন? কারণ এই যে, সে বিশ্বাস করে যে সবকিছু লন্ডভন্ড হয়ে পৃথিবী অন্যদিকে চলে গেলেও আপনি তাকে ছেড়ে যাবেন না। তাকে সমর্থন করবেন। তাই সেই বিশ্বাসের মর্যাদা দিয়ে সঙ্গীর পাশে থাকুন সবসময়।


বদলানোর চেষ্টা না করা
আপনি আপনার সঙ্গীকে কেমনটা ভালোবেসেছিলেন? সে এখন যেমন আছে তেমনভাবেই তো? তাহলে হঠাৎ করে কেন আপনার মনে হচ্ছে যে সে বদলে গেলে ভালো হত? হতে পারে আপনার দৃষ্টিভঙ্গী বা আশা-আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। কিন্তু আপনার সঙ্গীর সেটা নাও হতে পারে। তাই বদলানোর চেষ্টা না করাই শুভ হবে আপনার সুন্দর সম্পর্কটির পক্ষে।


অতীতকে অতীতে থাকতে দিন
অতীত একজন মানুষের ভবিষ্যতে চলার পথে সহায়ক হিসেবে বড় ধরনের ভূমিকা পালন করলেও সেটা অনেক সময় বেদনাদায়ক। আর আপনি চেষ্টা করলেও যেহেতু অতীতকে পাল্টাতে পারবেন না। তাই অতীতকে ভুলে যান। সঙ্গীকে নিয়ে নতুন জীবন শুরু করুন। এ জন্যে কিছু ত্যাগ করতে হলেও সেটাও করুন।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com