শিরোনাম
হালকা শীতে ছেলেদের পোশাক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৬, ১১:০৮
হালকা শীতে ছেলেদের পোশাক
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

পুরোপুরি শীতকাল না এলেও ইতিমধ্যে শীত বেশ জেঁকে বসেছে। এখন দুপুর ছাড়া অধিকাংশ সময়ই হালকা শীত অনুভব হয়। তাই এই সময়টাতে জাঁকজমক শীতের পোশাক একেবারেই বেমানান। তবে ফ্যাশানের কথা মাথায় রেখে চলতি বছরে এসেছে নানান কাটের হালকা শীতের পোশাক। বৈচিত্র্যের পাশাপাশি কাটছাঁটের সাথে হাতার নকশায়ও পরিবর্তন হয়েছে ছেলেদের পোশাকগুলোতে।


ফ্যাশানের সাথে তাল মিলিয়ে হালকা শীতের জন্য বেছে নিতে পারেন ফুলহাতা টি-শার্ট। এছাড়াও রয়েছে মোটা কাপড়ের বিভিন্ন স্টাইলিস্ট শার্ট। হাতাকাটা সোয়েটারও বেশ মানানসই। শার্টের ওপর পরার জন্য হাতাকাটা সোয়েটার বেছে নিতে পারেন। আবার হাফ হাতা টি-শার্টের সাথে পরতে পারেন ফুল হাতা শার্ট। এতে আপনার শীতও মানাবে, সেইসাথে ফ্যাশানেবলও লাগবে।


বাজারে এসেছে নতুন ডিজাইনের হাইনেক ও হুডি জ্যাকেট। এসব জ্যাকেটে নজর কাড়তে বাড়তি পকেট যুক্ত করা হয়েছে। অফিস মানেই স্যুট-কোট পরতে হবে, তা নয়। ফুলহাতা শার্ট-টাই সঙ্গে সোয়েটারও পরতে পারেন। এসব সোয়েটারের গলা প্রশস্ত হতে হবে। সে ক্ষেত্রে আপনি চাইলে ভি-আকৃতির ডিজাইন করা সোয়েটার পরতে পারবেন।


সোয়েটার যেকোনো গড়নের ছেলেমেয়ে পরতে পারেন। তবে ব্লেজার বা কোট পরার সময় শরীরের গঠন ও মুখের গড়ন বিবেচনা করা উচিত। উচ্চতা কম হলে স্ট্রাইপ ব্লেজার পরা ভালো। এক রঙের চেক ব্লেজার বেশি মানানসই যাদের উচ্চতা বেশি। যারা মাঝারি গড়নের, তারা যেকোনোটিই পরতে পারেন।


ছেলেদের শীতের পোশাকের দাম পড়বে ১২০০-৮০০০ টাকার মধ্যে। এ ছাড়া ঢাকার বসুন্ধরা সিটির ডোরস, ইয়েলোতেও বিভিন্ন ধরনের শীতপোশাক পাবেন।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com