শিরোনাম
রূপচর্চায় গোলাপ জল
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৮, ১৭:৪০
রূপচর্চায় গোলাপ জল
প্রিন্ট অ-অ+

গোলাপ অনেকের পছন্দের ফুল। ভালোবাসার মানুষকে উপহার হিসেবেও গোলাপ ফুল দিতে পছন্দ করেন। গোলাপের বিভিন্ন রং অনেককেই মোহিত করে। এখন দৈনন্দিন জীবনের অনুসঙ্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে গোলাপ।


গোলাপ জল আমাদের অনেকের নিত্যব্যবহার্য উপাদান। কেউবা খাওয়ার রেসিপি, কেউবা রুপচর্চায় ব্যবহার করি গোলাপ জল। গোলাপ জল এর অনেক গুণাগুণ রয়েছে। আপনার ত্বকের ধরণ যেমনি হোক না কেন গোলাপ জল ত্বকের সৌন্দর্যের পাশাপাশি আরো নানাবিধ উপকার করে। চলুন তবে দেখে নেয়া যাক।



ত্বক


এটি ন্যাচারাল টোনারের কাজ করে। ২-৩ ফোঁটা গোলাপ জল তুলোয় নিয়ে মুখ ও নাকের উপর ভালো করে ঘষুন। এতে ময়লা দূর হবে। প্রতিদিন সকাল ও রাতে নিয়মিত গোলাপ জলের ব্যবহারে চেহারায় আসে প্রাকৃতিক উজ্জ্বলতা ও সতেজ ভাব। ত্বক হয় কোমল ও মসৃণ।


গোসলের পানিতে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন। ত্বক উজ্জ্বল করবে এবং শরীর ও মনকে উৎফুল্ল করে তুলবে।


ব্রণ বা লালচে ভাব আক্রান্ত ও ফেটে যাওয়া মুখ গোলাপ জল দিয়ে ধুয়ে নিন। ত্বকের এ সমস্যাগুলোতে গোলাপ জল বেশ উপকারী।



চুল


গোলাপ জল ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে। এতে আছে আর্দ্রতা রক্ষাকারী উপাদান। কয়েক ফোঁটা গোলাপ জল শ্যাম্পুতে মিশিয়ে নিয়মিত ব্যবহার করেন। এটি চুলে দীর্ঘস্থায়ী সুগন্ধ আনে।


অনেকে চুল না বাড়ার সমস্যা ভুগেন। এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে গোলাপ জল। শ্যাম্পু করার পর আধ কাপ গোলাপ জল নিন। আস্তে আস্তে মাথার তালুতে কয়েক মিনিট ম্যাসাজ করুন।


গ্লিসারিনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন। এতে খুঁশকি থেকে মুক্তি মিলবে।


গোলাপ জল মাথার তালুতে জ্বালা-পোড়ার উপশমকারী।


যেহেতু একটি প্রাকৃতিক তেলের উপজাত তাই সাধারণ তেলের বদলে ব্যবহার করতে পারেন।



চোখ


এক টুকরো তুলোকে গোলাপ জলে ভিজিয়ে নিন এবং চোখের উপর রাখুন। চোখ পাবে আরামদায়ক ঠাণ্ডা অনুভূতি।


চোখে জ্বালা-পোড়া বা লালচে ভাব থেকে তাৎক্ষণিক মুক্তি দেবে গোলাপ জল। প্রতি চোখে ২-৩ ফোঁটা গোলাপ জল দিন এবং চোখ বন্ধ রাখুন কয়েক মিনিট। প্রতি রাতে গোলাপ জল দিয়ে চোখ পরিষ্কার করলে সংক্রমনজনিত রোগ থেকে মুক্তি পাবেন। এছাড়া আয়ুর্বেদিক চিকিৎসায় গোলাপ জল স্বীকৃত ওষুধ।


ডার্ক সার্কেল দূর করতে গোলাপ জল খুবই কার্যকরী।


ক্লান্তিতে অনেক সময় চোখ বুজে আসে। এ সময় চন্দন মিশিয়ে গোলাপ জল চোখের পাতায় লাগিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ১৫ মিনিট পর ধুয়ে নিন।


বিবার্তা/শারমিন


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com