শিরোনাম
সঙ্গীর অভিমান ভাঙাতে...
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৬, ১১:৩৩
সঙ্গীর অভিমান ভাঙাতে...
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্পর্কের মাঝে টুকটাক ঝগড়া হওয়াটা স্বাভাবিক। কারও না কারও ভুলের জন্যই তো হয়েছে এটা। কিন্তু তাই বলে কতক্ষণ অভিমান পুষিয়ে রাখা যায়? কাউকে না কাউকে তো অভিমান ভাঙানোর উদ্যোগ নিতেই হবে। ধরুন আপনার ভুলেই ঝগড়াটা হয়েছিল। আপনি বুঝেওছেন সেই ভুল। বার বার সরিও বলেছেন কিন্তু অভিমান ভাঙাতে পারছেন না। এমনটা হলে নিচের এই টিপসগুলো ফলো করবেন। দেখবেন সঙ্গীর মান ভাঙবেই।


আলিঙ্গন: অনেক সময় মুখে যে কথা বলা যায় না বলে কাজ হয় না আলিঙ্গন সেই কাজ সহজেই করে দেয়। ‘ওয়ার্ম হাগ’-এর এটাই ম্যাজিক। ভালবেসে কাছে টেনে নিলে সবাই দুঃখ ভুলে যায়।


আইস ক্রিম: সঙ্গীকে আইস ক্রিম খেতে নিয়ে যান। দু’জনে এক সঙ্গে আইস ক্রিম খান, কিছুটা সময় কাটান। মান, অভিমান ভোলানোর জন্য আইস ক্রিমের থেকে ভাল কিছু হতে পারে না।


সরি সং: বলিউডের কোনও সুন্দর সরি সং পাঠিয়ে দিন। দুঃখের গান পাঠাবেন না ভুলেও। সরি বলে মান ভাঙানোর গান পাঠান।


কেক: কেক তৈরি করে মান ভাঙানোর রেওয়াজ অনেক পুরনো। আপনিও সেই পুরনো রীতিতেই সঙ্গীরজন্য কেক, কুকিজ বেক করুন। কেকের ওপর ক্রিম দিয়ে স্মাইলি, আই অ্যাম সরি লিখে দিতে পারেন।


রান্না: নিজের হাতে রান্না করুন সঙ্গীর জন্য। ওঁর পছন্দের খাবার রান্না করে খাওয়ান। এর পর রাগ ভেঙে যাবেই তার।


কবিতা বা চিঠি: সঙ্গীর মুখে হাসি ফোটাতে সুন্দর কবিতা বা চিঠি লিখে দিতে পারেন। যেমন ধরুন যে ১০০ কারণ আপনি ওঁকে ভালবাসেন। এরপর আর উনি অভিমান করে থাকতে পারবেন না।


আই লভ ইউ: বার বার সরি লিখেও উত্তর পাননি? সরি না লিখে টেক্সট করুন ‘আই লভ ইউ।’ দেখুন অভিমান কেটে যাবে।


দুঃখী ছবি: নিজের দুঃখী মুখের ছবি, সেলফি পাঠান সঙ্গীকে। ঝগড়ার পর আপনি কতটা দুঃখ পেয়েছেন,সব কাজ দুখী মুখে করছেন, এ সব দেখলে উনি বুঝতে পারবেন উনি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ।


অ্যালবাম: আপনাদের দু’জনের সুন্দর মুহূর্তের ছবি দিয়ে অ্যালবাম তৈরি করুন। সেই অ্যালবাম দেখে সঙ্গীর মুখে হাসি ফুটবেই।


স্পেস দিন: ঝগড়া হওয়ার পর থেকে হয়তো আপনি অনেক চেষ্টা করছেন সঙ্গীর মান ভাঙাতে। বার বার সরি বলছেন। কিন্তু তাতে হিতে বিপরীত ফল হচ্ছে? কিছুটা সময় একা ছেড়ে দিন সঙ্গীকে। স্পেস দিন।আপনার অনেক সরিতেও যে কাজ হয়নি, স্পেস দিলে অনেক সময় সেই সমস্যা সহজেই মিটে যায়।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com