শিরোনাম
নারী হবার কিছু দারুণ ও মজার দিক
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৬, ১১:৫৫
নারী হবার কিছু দারুণ ও মজার দিক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নারী হওয়াটা অনেক বড় একটি সৌভাগ্যের বিষয়। কারণ নারী তার জীবনে এমন কিছু দারুণ দিক উপভোগ করতে এবং দেখতে পায়, যা পুরুষেরা সচরাচর করতে পারেন না। চলুন তবে জেনে নেয়া যাক।


● নারী চাইলেই কাঁদতে পারে। তার চোখের পানি ধরে রাখার চেষ্টা না করলেও চলে। কেঁদে নিয়ে মনের দুঃখ কিছু হালকা করে নিতে পারে নারী, যা একজন পুরুষের জন্য কষ্টকর। পুরুষেরা সবার সামনে এবং সব জায়গায় কাঁদতে পারেন না।


● মনের আনন্দে নিজের চেহারাটিকে রাঙিয়ে নিতে পারেন একমাত্র নারীই। মেকআপের মাধ্যমে নিজের চেহারার সৌন্দর্য ফুটিয়ে তোলার বিষয়টি নারীকে মোহনীয় করে তোলে। এছাড়াও মন খারাপ থাকলে মন ভালো করার উপায় হচ্ছে মেকআপ করতে বসে যাওয়া। আপনিই বলুন এই কাজটা পুরুষরা পারবে?


● একসাথে অনেকগুলো কাজ করার ক্ষমতা রয়েছে নারীর। ছেলেরা একটু মন খারাপ করলেও লাভ নেই। কারণ এই বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে নারীরা একসাথে অনেক কাজ করতে এবং অনেক কাজে মনোযোগ দিতে বেশ পটু। অনেক নারীই বাচ্চাকে খাওয়ানো, রান্না করা, নিজের সাজগোজ, ফোনে কথা বলার মতো কাজগুলো একসাথে করেন।



● নারী দেহ হচ্ছে পৃথিবীর সুন্দরতম জিনিসগুলোর মধ্যে একটি। এই সম্পর্কে অনেকেই একমত পোষণ করেন।


● নারীদের জন্য শার্ট-প্যান্ট, জিনস, ব্লেজার ইত্যাদি আলাদা করে তৈরি হয় এবং নারী এগুলো পারে মনের মতো করে। কিন্তু কখনো শুনেছেন পুরুষের জন্য আলাদা করে সালয়ার-কামিজ বা শাড়ি তৈরি করা হয়? তাহলে ভাবুন নারী হওয়ার কতো সুবিধা।


● নারীশক্তি আসলেই একটি শক্তিশালী জিনিস। ইতিহাস ঘাটলেই এরকম বহু প্রমাণ পাওয়া যাবে যতো বড় এবং বীর পরাক্রমশালী পুরুষই হোন না কেন শেষ পর্যন্ত একজন নারীর প্রেমে পড়ে নিজেকে তুলে দিয়েছেন সেই নারীটির হাতেই।


● উচ্চতা কম হলেও অনায়াসে হিল জুতো পড়ে ঘুরাঘুরি করতে পারে যে কোনো নারী। কিন্তু হিল জুতো পরা কোনো কম উচ্চতার পুরুষ দেখেছেন সচরাচর? মোটেও না।


● নারী হওয়ার সবচেয়ে দারুণ দিক হচ্ছে গর্ভধারণ। সৃষ্টিকর্তা কিন্তু ঠিকই জানেন কার ধারণ ক্ষমতা ও ধৈর্য কতোটা বেশি, কে বেশি কষ্ট সহ্য করে থাকতে পারেন দীর্ঘসময়। আর তাই এই ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়েছেন শুধুই নারীকে। সূত্র: বিউটি অ্যান্ড টিপস


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com