শিরোনাম
সঞ্চয় বাড়ানোর সহজ ৭ উপায়
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৬, ১২:৫৭
সঞ্চয় বাড়ানোর সহজ ৭ উপায়
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভবিষ্যতের নিরাপত্তার জন্য প্রত্যেকেরই সঞ্চয় করা উচিৎ। এজন্য কর্মজীবনের গোড়া থেকেই টাকা জমানোর অভ্যাস গড়ে তুলুন। ফলে কর্মজীবন শেষে উপভোগ করতে পারবেন নিশ্চিত জীবনের আনন্দ। তবে শুধুমাত্র সঞ্চয় করলেই তো হলো না! তা বাড়ানোর উপায়ও ভাবতে হবে। আজকের প্রতিবেদনে রইল সঞ্চয় বাড়ানোর সেই গাইডলাইন।


> সঞ্চয়ের পুরোটাই সেভিংস অ্যাকাউন্টে গচ্ছিত রাখবেন না। বরং তা বিভিন্ন খাতে বিনিয়োগ করুন। মিউচুয়াল ফান্ড-সহ একাধিক প্রকল্পে টাকা রাখুন। বিভিন্ন খাতে বিনিয়োগ থাকলে আপৎকালীন অবস্থায় যে কোনও একটি ফান্ড থেকে টাকা তুলে নিতে পারবেন।


> ক্রেডিট কার্ডের ব্যবহার কমাতে চেষ্টা করুন। মান্থলি বিল মেটাতে সব সময় ক্রেডিট কার্ড ব্যবহার না করে বরং ক্যাশে পেমেন্ট করুন। ক্রেডিটে কেনার অভ্যাস কমালে তার সুদের হাত থেকেও বাঁচতে পারবেন।


> ঋণ মেটাতে নিজের সঞ্চয়ের দিকে হাত বাড়াবেন না। বরং প্রতি মাসে ছোট ছোট কিস্তিতে ঋণ মেটানোর চেষ্টা করুন।


> অনেকের কাছেই জীবনবিমা আকর্ষণীয় বিনিয়োগ নয়। তবে বিশেষজ্ঞদের মতে কম বয়স থেকেই জীবনবিমা করিয়ে রাখুন। এতে অবসরের পর একটা বড়সড় অঙ্কের অর্থ যেমন ফেরত পাবেন, পাশাপাশি আপনার অবর্তমানে এই সঞ্চয় কাজে দেবে পরিজনদের।


> বন্ধুবান্ধবের বিপদে অনেকেই টাকা ধার দেন। বন্ধুর পাশে দাঁড়ান। তাতে ক্ষতি নেই। তবে ভবিষ্যতের কথা ভেবে নিজের মাত্রাতিরিক্ত টাকা ধার দেবেন না।


> প্রতি মাসের খরচের জন্য একটা নির্দিষ্ট বাজেট বানিয়ে ফেলুন। সেইসাথে এটা কঠোর ভাবে মেনে চলুন। এতে বাজেটের বাইরে গিয়ে অতিরিক্ত খরচের প্রবণতা কমবে।


> নিজের গাড়ি-বাড়ির স্বপ্ন কে না দেখেন? তবে তা করতে গিয়ে ঋণের বোঝা কাঁধে চাপাবেন না। নিজের সাধ্যের মধ্যে থেকে গাড়ি-বাড়ির শখ মেটান। ঋণ নিয়ে বিলাসবহুল গাড়ি-বাড়ি না কিনে বরং আপাতত সেকেন্ডহ্যান্ড গাড়ি বা ছোট ফ্ল্যাট কিনে সাধ মেটান।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com