শিরোনাম
কাপড়ের রঙ থাকবে আজীবন উজ্জ্বল
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৭, ১৮:২৯
কাপড়ের রঙ থাকবে আজীবন উজ্জ্বল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেশিরভাগ কাপড়েরই রঙ ধীরে ধীরে মলিন হয়ে যেতে থাকে। বিশেষ করে সুতি কাপড়ের রঙ দ্রুত নষ্ট হয়ে যায়।এজন্য অনেকেই আছেন রঙ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে রঙিন দামী জামাটি দীর্ঘদিন না ধুয়েই ব্যাবহার করেন, যা মোটেই স্বাস্থ্য সম্মত নয়। এছাড়াও ক্রমাগত ধোয়ার ফলে বেশিরভাগ কাপড়েরই রঙ আস্তে আস্তে মলিন হয়ে যেতে থাকে। বিশেষ করে লাল, নীল ও সবুজ রঙ এর সুতি কাপড়ের রঙ দ্রুত নষ্ট হয়।


তবে এমন কিছু কৌশল আছে যেগুলো কাপড় ধোয়ার সময় অনুসরণ করলে আপনার পছন্দের পোশাকটি ধোয়ার পরও একই রকম উজ্জ্বল থাকবে।


চলুন তাহলে জেনে নেয়া যাক সেই উপায়গুলো :


ভিনেগার :


আপনার ওয়াশিং মেশিনে রঙিন কাপড় ধোয়ার সময় ডিটারজেন্ট এর সাথে এক কাপ ভিনেগার দিয়ে দিন। ভিনেগার কাপড়ের রঙ স্থায়ী হতে সাহায্য করে এবং ডিটারজেন্টের ক্ষতিকর প্রভাব থেকে কাপড়কে রক্ষা করে কাপড়কে নরক্ম করে। আর ধোয়ার পর ভিনেগার এর গন্ধও চলে যায়।


লবণ :


নতুন সুতি কাপড় প্রথম বার ধোয়ার আগে এক বালতি পানিতে আধা কাপ লবণ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন তারপর ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন কাপড়ের রঙ নষ্ট হয়নি এবং রঙ ছড়িয়েও যায়নি।


বেকিংসোডা :


বেকিংসোডা আপনার কাপড়ের উজ্জলতা বাড়ায়। ওয়াশিং মেশিনে বা এক বালতি পানিতে আধা কাপ বেকিংসোডা দিয়ে দিন। কাপড়ের রঙ ঠিক থাকবে।


এছাড়াও কাপড় ধোয়ার কিছু সহজ নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে পোশাকের উজ্জ্বলতা ঠিক থাকার পাশাপাশি পোশাকটি টিকবেও অনেক দিন। টিপসগুলো হল –



  • বিভিন্ন রঙ এর কাপড় কখনই একসাথে ভেজাবেন না।

  • সাদা কাপড়ের সাথে রঙিন কাপড় ভেজাবেন না।

  • নতুন এবং রঙ উঠতে পারে এমন কাপড় ঠাণ্ডা পানি দিয়ে ধোবেন।

  • সব সময় কাপড় উলটো করে (ভেতরের দিক বাহির করে) ধোয়া ভাল।

  • কড়া রোদে কাপড় বেশীক্ষণ শুকালে কাপড়ের রঙ নষ্ট হয়ে যায়।

  • ধোয়ার পর কাপড় খুব বেশী মোচড়াবেন না।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com