শিরোনাম
সহজে গ্যাসের চুলাকে ঝকঝকে রাখুন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৭, ১৫:২০
সহজে গ্যাসের চুলাকে ঝকঝকে রাখুন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রান্নার সময় ভাতের মাড় থেকে শুরু করে বলক দেয়া দুধ, সবই পড়ে এই এক গ্যাসের চুলার ওপরে। আর সবচাইতে বেশী পড়ে তেলের ছিটে। সব মিলিয়ে যত দামী চুলাই কিনুন না কেন, কিছুদিন যেতে না যেতেই সকলের বাড়ির চুলাই হয়ে পড়ে একেবারে তেল চিটচিটে। এছাড়া অবিশুদ্ধ গ্যাস ব্যবহারের কারণে গ্যাসের চুলা তেল চিটচিটে হয়ে যায়। কারণ, গ্যাসের সঙ্গে তেলের কণা মিশ্রিত থাকে। আর একে পরিষ্কার করা হয়ে দাঁড়ায় ভীষণ ঝামেলার এক কাজ। গরম পানি, সাবান, মাজুনি আরও কত কী লাগে!


কিন্তু যদি বলি এসব জিনিসপত্র ছাড়াই নিজের বাড়ির চুলাকে আপনি একেবারে ঝকঝকে-তকতকে রাখতে পারবেন? কী, অবাক লাগছে? চলুন তাহলে, জেনে নিই নিত্যদিন প্রয়োজনের গ্যাসের চুলাকে একদম ঝকঝকে রাখার সবচাইতে সহজ কৌশল।


যা যা লাগবে:-


গ্লাস ক্লিনার বা টাইলস ক্লিনার প্রয়োজন মত কিংবা দুটি বড় লেবুর রস, একটি কাপড়/ফোম/ টিস্যু।


যা করবেন:-



  • আজকের দিনের মত রান্না বান্না শেষ? তাহলে চুলাগুল একদম ভালো করে নিভিয়ে দিন।

  • তারপর গ্লাস ক্লিনার বা লেবুর রস চুলার ওপরে ছিটিয়ে দিন। লেবুর রস হলে কয়েক মিনিট অপেক্ষা করবেন। গ্লাস ক্লিনার হলে সাথে সাথেই পরিষ্কার করা যাবে। যেসব জায়গায় বেশি নোংরা, সেখানে পরিমাণে বেশী দেবেন।

  • ফোম, কাপড় বা টিস্যু দিয়ে ভালো করে মুছে ফেলুন।

  • যদি তেল চিটচিটে ভাব বেশী হয়, তাহলে একইভাবে আরও একবার পরিষ্কার করুন।

  • ব্যস! এতেই আপনার চুলে হয়ে উঠবে একেবারেই ঝকঝকে! প্রতিদিন নিয়ম মেনে করলে আপনার গ্যাসের চুলাটি থাকবে আজীবন নতুনের মত!


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com