শিরোনাম
নখের সাজে নতুনত্ব আনতে নেইল আর্ট
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৩
নখের সাজে নতুনত্ব আনতে নেইল আর্ট
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

নেইল আর্ট বর্তমান সময়ের জনপ্রিয় এক ফ্যাশন ট্রেন্ড। কয়েকটি রঙের নেইলপলিশ দিয়ে নখের ওপর ডিজাইন ফুটিয়ে তোলাই নেইল আর্ট। বর্তমানে পার্লার গুলোতে বেশ জমজমাট ব্যবসা চলছে নেইল আর্টের। সব বয়সের নারী লুফে নিচ্ছেন নেইল আর্টের মতো স্মার্ট ফ্যাশনকে। পার্লারে নেইল আর্ট করাতে চাইলে খসতে পারে বেশ কিছু টাকা। অথচ বাসায় বসে খুব সহজে নিজেই করতে পারেন সখের এই আঁকিবুকি।


আর তাই আজ জেনে নিন নেইল আর্টের কৌশল।
– প্রথমে নখ পরিস্কার করে আগের নেইলপলিশ তুলে ফেলুন। এবার নিজের ইচ্ছামতো নখের আকার রেখে বাড়তি নখ কেটে ফেলুন।


– নখের মাথা ভালো করে নেইল কাটারের ধার দিয়ে ঘষে মসৃণ করে নিন।


– চিকন পেইন্টের জন্য কলমের পিন বা পুরোনো আইলাইনারের ব্রাশ ব্যবহার করতে পারেন।


– নখে ওয়াটার, ক্রিম, ইয়োলো বা হালকা পিংক রঙের নেইলপলিশ দিয়ে নখে এক পরত দিন।


নেইলপলিশ
– শুকিয়ে গেলে গাঢ় লাল রঙের নেইলপলিশ দিয়ে নখের ওপর তিনটা ত্রিভুজের মাথা আঁকুন। এবার এর কর্ণারগুলো কালো রং দিয়ে ঢেকে দিন। হয়ে গেল ট্রাইএঙ্গেল পেইন্ট।


– বেইজ কোট শুকিয়ে গেলে কালো নেইলপলিশ দিয়ে নখের মাঝ থেকে কোনাকুনি একটা দাগ দিন। এবার নিচের অংশ পুরোটা কালো করে দিন। এর ওপর গাঢ় সাদা রঙের ডট দিন চার থেকে পাঁচটা। বেইজ রং ধরে যেখান থেকে কালো রং শুরু তার উপর সাদা জরি নেইল পলিশ লাগিয়ে দিন। খুব সহজেই হয়ে গেল নখের উপর বল স্টাইল পেইন্ট।


নকশা
– চাইলে পায়ের নখেও করতে পারেন নানা ধরনের নকশা। এক্ষেত্রে নখে গাঢ় রঙের নেইল পলিশ দিয়ে বেইজ কোট দিতে হবে। মনে রাখতে হবে পায়ের নখে গাঢ় রং বেশি মানায়। এর ওপর হালকা রঙের ছোট ছোট ফুল এঁকে নিন ইচ্ছা মতো।


– শুকিয়ে গেলে ওপরে ট্রান্সপারেন্ট নেইলপলিশের কোট দিয়ে শুকিয়ে নিন। এটি ওয়াটার কালার হতে হবে। যাতে ভেতরের আর্ট একেবারে স্পষ্ট দেখায়।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com