শিরোনাম
মেকআপ ছাড়াই হয়ে উঠুন আকর্ষণীয়!
প্রকাশ : ২৪ জুলাই ২০১৭, ১২:৫৭
মেকআপ ছাড়াই হয়ে উঠুন আকর্ষণীয়!
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলতে মেকআপের জুড়ি নেই। ফলে অনেক নারীই আজকাল মেকআপের দ্বারস্থ হন। তবে মেকআপে সাময়িক সুন্দর দেখা গেলেও ত্বক ক্ষতির দিকে নিয়ে যায় বেশি। তাহলে কি করবেন? কিছু বিষয়ের দিকে নজর দিলে মেকআপ ছাড়াই নিজেকে সতেজ ও সুন্দর রাখতে পারবেন আপনি। তাহলে চলুন দেখে নেয়া যাক বিষয়গুলো-


রোজ সকালে ব্যায়াম করুন
প্রতিদিন সকালে নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করুন। ব্যায়াম করলে ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয়। এর ফলে আপনার ত্বক আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।


পর্যাপ্ত পানি পান
প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। ব্যস্ততার কারণে আমরা অনেকেই নিয়মিত পানি পান করতে পারি না। এর প্রভাব পড়ে আমাদের চেহারার উপর। যেকোনো মুহূ্র্তে পানি পেতে সাথে সব সময় পানির বোতল রাখতে পারেন। গ্রীষ্ম, বর্ষা, শীত – সব সময়ই পানি পান করার অভ্যাস করুন।


ময়েশ্চারাইজার ব্যবহার
নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি ব্যবহারের মাধ্যমে আপনার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকবে। ফলে ত্বক ঝুলে বা কুঁচকে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। নিজেকে আকর্ষণীয় দেখাতে মুখ ও গলায় ময়েশ্চারাইজার ব্যবহার করুন বিশেষ গুরুত্ব সহকারে।


ফেসওয়াশ ব্যবহার
ত্বক পরিচ্ছন্ন রাখতে ফেসওয়াশ ব্যবহার করা অত্যন্ত জরুরি। সকালে উঠে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত ফেসওয়াশ ব্যবহার করুন। এছাড়া কোনো কারণে বাইরে দীর্ঘ সময় ধরে থাকতে হলে ফিরে এসে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন।


গরম পানি ও লেবুর রস পান
চা-কফি খাওয়ার অভ্যাস বাদ দিয়ে গরম পানিতে লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে পান করুন। এই পানীয়টি আপনার শরীর থেকে বিষাক্ত বিভিন্ন উপদান দূর করতে সাহায্য করবে।


শ্যাম্পু করুন নিয়মিত
আপনার চেহারা অনেকাংশে আপনার চুলের সৌন্দর্যের উপর নির্ভরশীল। ঝরঝরে-ঝলমলে চুল আপনার চেহারায় এনে দেয় এক ভিন্ন মাত্রা। চুলের ব্যাপারে তাই সচেতন হওয়া প্রয়োজনীয়। চুলকে আকর্ষণীয় রাখতে তিন দিনে কমপক্ষে একবার শ্যাম্পু ব্যবহার করার অভ্যাস করুন।


নিজেকে সুন্দর মনে করুন
সব সময় মনে রাখুন সৌন্দর্য মূলত মানসিক একটি ব্যাপার। নিজেকে সুন্দর মনে করলে আপনার ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস কাজ করবে। এই আত্মবিশ্বাসের কারণে আপনি অন্যদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন। তাই ‘আপনি সুন্দর’ -এ কথাটা বিশ্বাস করতে শিখুন।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com