শিরোনাম
রাজধানীতে জামদানি প্রদর্শনী শুরু ২ জুন
প্রকাশ : ২৮ মে ২০১৭, ১৬:২৯
রাজধানীতে জামদানি প্রদর্শনী শুরু ২ জুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঐতিহ্যবাহী জামদানি শাড়ির বিকাশে আগামী ২ জুন রাজধানীর মহাখালীতে ‘জামদানি স্টোরি’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করেছেন দেশের তিন নারী উদ্যোক্তা। মহাখালীর নিউ ডিওএইচএস গ্যালারি কসমস টুতে (বাড়ি-১১৫, রোড-৬) আয়োজিত প্রদর্শনীটি চলবে ৬ জুন পর্যন্ত।


দেশের খ্যাতিমান নৃত্যশিল্পী শামীম আরা নিপা ২ জুন বিকাল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন।প্রদর্শনীটির তিন নারী উদ্যোক্তা হলেন- শেখ রুবাইয়া সুলতানা, ড. নন্দিনী আওয়াল এবং শেখ সাবিয়া সুলতানা।


প্রদর্শনী প্রসঙ্গে জানতে চাওয়া হলে ডিজাইনার রুবাইয়া বলেন, ‘জামদানি স্টোরি’ নামে প্রদর্শনীটির উদ্যোক্তা আমিসহ তিনজন। আমরা তিনজনই জামদানি শাড়ি খুব পছন্দ করি। আর সেই পছন্দ থেকেই আমরা এই উদ্যোগটি নিয়েছি। আমাদের উদ্দেশ্য জামদানিকে গুরুত্বের সহকারে এর অংশীদারদের কাছে তুলে ধরা।



তিনি আরও বলেন, জামদানি শুধু একটি কাপড় নয়, এটা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ। এটি কথা বলে আমাদের জীবন এবং জীবনধারা সম্পর্কে। শিল্পের একটি ক্ষুদ্র অংশ হিসেবে আমরা জামদানিকে দেখে থাকি। ঐতিহ্যবাহী এই জমাদানিকে ইউনিক কিছু নকশায় অনন্য করে তুলতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি।


সবশেষে আয়োজকরা জানান, ঢাকাই জামদানি হিসেবে পরিচিত শাড়ির সার্বিক বিকাশ ও ব্রান্ডিংয়ের লক্ষে আয়োজিত এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


বিবার্তা/যুথি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com