শিরোনাম
কোন খাবার কতদিন রাখবেন ফ্রিজে
প্রকাশ : ২৮ মে ২০১৭, ১২:০৫
কোন খাবার কতদিন রাখবেন ফ্রিজে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফ্রিজে আমাদের কর্ম্যবস্ততার জীবনে অবিচ্ছেদ্য অংশ। একজন বিশ্বস্ত বন্ধুর মতোই পাশে থেকে ফ্রিজ খাবার সংরক্ষণে সাহায্য করে। ভেবে দেখুন কোন বড় অনুষ্ঠান শেষে যদি অনেক খাবার বেঁচে যায় এবং তা যদি সঠিকভাবে সংরক্ষণ করা না যায়, তবে সব খাবার পঁচে যায়। সেই দিক থেকে বিবেচনা করলে ফ্রিজের কোনো তুলনা নেই। এইটুকু না। আরো আছে। এক মৌসুমের খাবার আরেক মৌসুমে খাওয়ার শখ অনেকের আছে। এই শখও পূরণ করতে পারে ফ্রিজ।


সবচেয়ে বড় যে উপকার হয় তা হচ্ছে প্রতিদিনের বাজার করার ঝক্কি থেকে মুক্তি দেয় এই ফ্রিজ। হঠাৎ কোনো আত্মীয় এলে অনেক সময় ফিজের খাবারই ভরসা।


তবে সব খাবার সময় সময় ধরে সংরক্ষণ করা সম্ভব হয় না। খাদ্যের গুণাগুণ ধরে রেখে কোন খাবার কতোদিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, এই বিষয় নিয়েই তো চিন্তা করছেন? তাহলে জানুন, কোন খাবার কতদির ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন।


● মাংস ১-২ মাস


● পাউরুটি ২–৩ মাস


● মাংস ২-৩ মাস (রান্না করা)


● হাঁস-মুরগির মাংস ৪ মাস (রান্না করা)


● অন্যান্য খাবার ২-৩ মাস (রান্না করা)


● ফল ৮–১২ মাস


● স্যুপ ২-৩ মাস


● কাঁচা মুরগি (আংশিক) ৯ মাস


● কাঁচা মুরগি (আস্ত) ১ বছর


● শাকসবজি ৮–১২ মাস


যে বিষয়গুলো মেনে চলতে হবে


● খাবার কেনার প্রায় সঙ্গে সঙ্গেই তা ফ্রিজে রাখুন। তাজা অবস্থায় ফ্রিজে রাখলে বেশিদিন খাদ্যমান ধরে রাখা যায়।


● একসঙ্গে অনেক খাবার ফ্রিজে রাখতে হলে আগে রাখা কিছু খাবার ফ্রিজ থেকে সরিয়ে ফেলুন।


● কৌটার খাবার ও খোসাসহ ডিম ফ্রিজে না রাখাই ভালো। কৌটা বা ডিমের খোসা ফেটে গেলে এর ভেতর ব্যাক্টেরিয়া ঢুকে পড়ার আশঙ্কা থাকে।


● গরম খাবার ঠাণ্ডা করে ফ্রিজে রাখলে এর খাদ্যমান বজায় থাকে।


● মোড়কজাত মাংস দীর্ঘ সময় ফ্রিজে রাখার প্রয়োজন হলে বাড়তি প্লাস্টিকের ব্যাগ দিয়ে তা আরও ভালোভাবে মুড়িয়ে নিন।


● খাবারটি কতদিন সংরক্ষণ করতে হবে তা খাবারের প্যাকেটের গায়ে লিখে রাখলে এ বিষয়টি মনে রাখা সহজ হবে।


কীভাবে তাজা খাবার সংরক্ষণ করবেন


● তাজা ফল সংরক্ষণের আগে তা ভালো করে ধুয়ে, শুকিয়ে ছোট ছোট করে কেটে ব্যাগে সংরক্ষণ করা উচিত। অনেকে এর স্বাদ, গন্ধ ধরে রাখার জন্য চিনি বা সিরাপ দিয়েও সংরক্ষণ করে থাকেন।


● স্বাদ, গন্ধ ও রঙ ধরে রাখার জন্য ফ্রিজে সংরক্ষণের আগে শাকসবজি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সিদ্ধ করে ঠাণ্ডা করে নিন। এরপর বক্সে ভরে ফ্রিজে রাখুন।


● প্রতিটি খাবার খুব ভালো ভাবে এয়ারটাইট করে রাখুন। এতে খাবারের গুণাগুণ দীর্ঘ দিন ভালো থাকবে।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com