শিরোনাম
ছোট বেলায় আমরা যে ভুল শিক্ষাগুলো পাই
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৪
ছোট বেলায় আমরা যে ভুল শিক্ষাগুলো পাই
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+
শিশুর জন্মের পর থেকেই তার শিক্ষা শুরু হয়। শিশুর শিক্ষার প্রথম পাঠ শুরু হয় মায়ের কাছ থেকে তথা পরিবার থেকে। একটি শিশুকে গড়া মানে একটি জাতি গড়া। আর জাতি গড়ার এ মহান দায়িত্ব থাকে বাবা-মা ও পরিবারের উপর। কিন্তু অনেক সময়ই শিশুকে কিছু ভুল শিক্ষাও দেয়া হয়, যেগুলো অনেকেই জানেন না। তাই আজ জেনে নেয়া যাক তেমনই কিছু ভুল শিক্ষা।


> যে সব ছেলে মেয়েরা পড়াশোনায় খারাপ তাদের সঙ্গে বন্ধুত্ব করো না।


> রাতে নখ কাটা, পা নাচানো, মঙ্গল, বৃহস্পতি বার আমিষ খাওয়া উচিত নয়।


> বড়রা সব সময় ঠিক।


> যারা ধূমপান ও মদ্যপান করে তারা ভাল মানুষ নয়।


> ভাল রোজগার করলেই জীবন সুন্দর হবে।


> ডেটিং উচিত নয়। বাড়ি থেকে সম্বন্ধ করা পাত্র বা পাত্রীকেই বিয়ে করা উচিত।


> ছেলেদের জন্য: আশেপাশের সব মেয়েরাই হয় তোমার বোন বা মায়ের মতো।


> বড়দের মুখে মুখে কথা বলতে নেই।


> আমরা যা তোমাকে করতে বলি তা তোমার ভালর জন্যই বলি।


> বিয়ে আর সন্তানই এক মাত্র জীবন সম্পূর্ণ করতে পারে।


> মেয়েদের জন্য: যত ভাল রান্না করতে পারো আর ঘর গোছাতে পারো, তুমি তত ভাল মেয়ে।


> বাঁ হাতে খাওয়া বা কোনও ভাল কাজ করা উচিত নয়।


> যারা আমাদের তুলনায় নিম্নতর সামাজিক, আর্থিক অবস্থানে রয়েছেন তাদের সঙ্গে সেই মতোই আচরণ করা উচিত।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com