শিরোনাম
টিনএজারদের সাজগোজ
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১১:৫৯
টিনএজারদের সাজগোজ
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাধারণত টিনএজারদেরই সৌন্দর্য সম্পর্কে বেশি সচেতন থাকা থাকা উচিৎ। কারণ এই বয়সে ত্বক একটু ব্রণপ্রবণ থাকে। ময়লা জমে ত্বকে ব্রণ দেখা দেয় আর উজ্জ্বলতাও কমে যায়। আর এই ব্রণ থেকে হওয়া দাগ স্থায়ী হয়ে যেতে পারে। ফলে দেখতে বিচ্ছিরি লাগবে। তবে যত্ন নিলেই ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বাড়ে আর ব্রণ থেকেও বাঁচা যায়।


এজন্য ঘরে বানানো প্যাক হিসেবে জন্য মসুর ডাল, কাঁচা হলুদ ও দুধের সর একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করলেও বেশ উপকার পাওয়া যাবে।


ত্বকের যত্নের পাশাপাশি সাজগোজের দিকেও রাখতে হবে খেয়াল। সব টিনএজারই কিন্তু কমবেশি সাজে। তবে টিনএজ মেয়েদের সাজ হবে সাধারণ, স্বাভাবিক এবং তা হবে ন্যাচারাল।


চোখ এবং ঠোঁটের সাজ গুরুত্ব দিয়ে মুখে হালকা করে ফাউন্ডেশন মেখে কমপ্যাক্ট পাউডার বুলিয়েই সাজ শেষ করতে হবে। আর চোখের ওপরে পোশাকের রং মিলিয়ে শ্যাডো লাগিয়ে, চোখের পাপড়িতে দুইবার মাশকারা লাগিয়ে নিন। ঠোঁটে পিচ বা হালকা গোলাপি রং-এর লিপিস্টিক লাগান।


তবে সাজটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিকভাবে মেকআপ তোলা। এজন্য বাইরে থেকে ফিরে প্রথমেই তুলা বা টিসুতে লোশন বা অলিভওয়েল নিয়ে খুব ভালো ভাবে মেকআপ তুলে নিতে হবে। এবার ফেসওয়াশ বা ময়দা দিয়ে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার মাখুন।


চুল কীভাবে সেট করা হবে তা নিয়েও থাকে অনেক চিন্তা। প্রথমে চুল শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে নিন। এবার সামনের দিকটা হালকা পাফ করে স্প্রে ও ক্লিপ দিয়ে সেট করে পেছনে ছেড়ে রাখুন। চাইলে উঁচু করে সব চুল নিয়ে খোপা করে ব্যান্ড দিয়ে অটকেও দিতে পারেন।


সাজগোজ যতই ভালো হোক না কেন, পোশাকের বিষয়ে সচেতন না হলে সবকিছুই মাটি। পরিবেশ এবং অনুষ্ঠান বুঝে পোশাক নির্বাচন করতে হবে। আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন পোশাক পরুন। রাতের পার্টি হলে গর্জিয়াস পোশাক পড়তে পারেন আর দিনের বেলায় পড়ুন হালকা রঙের পোশাক। তবে হ্যাঁ, আবহাওয়া অনুযায়ী পোশাক নির্বাচন করাই ভালো।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com