শিরোনাম
যে ৭ সত্য সকলের জানা উচিৎ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১১:২২
যে ৭ সত্য সকলের জানা উচিৎ
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

সময় কখনো থেমে থাকে না, আবার এই সময়কে কখনো ধরে রাখাও যায় না। আবার সময় পরিবর্তনের সাথে সাথে আমাদের বয়সও বাড়তে থাকে। সে যাই হোক, জীবনে চলতে গেলে আমাদের কিছু শিক্ষা নিতে হয়। এমন কিছু শিক্ষা, যা হাতে কলমে কিংবা বইয়ের পাতা থেকে শেখা যায় না। বাস্তব জীবন থেকেই যেগুলো শিখে নেয়া উচিৎ প্রত্যেকের। এরকম ৭টি সত্য সম্পর্কে আজ বিস্তারিত জেনে নিন।


অভিভাবকের ভালোবাসাই নিঃস্বার্থ
পৃথিবীতে একমাত্র অভিভাবক ব্যাতিত আপনার জন্য চিন্তা করবেন নিঃস্বার্থ ভাবে এমন মানুষ খুঁজে পাবেন না কোথাও। আপনি নিজের বাবা-মাকে যতোই ভুল বুঝুন না কেন তারাই একমাত্র আপনার শুভাকাঙ্ক্ষী। যদি এর বাইরে কাউকে পেয়ে যান তবে আপনার ভাগ্য অনেক ভালো।


ভালোবাসা মানেই কষ্ট নয়
ভালোবাসা মানেই অনেক বেশি কষ্টের কিছু নয় যদি আপনি সঠিক মানুষটিকে ভালোবাসতে পারেন এবং আপনি নিজেকে তার সামনে বিশ্বস্ত হিসেবে উপস্থাপন করতে পারেন। মনে রাখবেন আপনি যা করবেন তারই প্রতিফল আপনি পাবেন।


ভাগ্য নিজেকে গড়ে নিতে হয়
ভাগ্যে লেখা থাকে বলে আসলে কিছু নেই। ভাগ্য নিজেকে গড়ে নিতে হয়। একারনেই গুণীজন বলেন, ‘তুমি যদি দরিদ্র হয়ে জন্মাও, এতে লজ্জার কিছু নেই, কিন্তু তুনি যদি দরিদ্র হয়েই মৃত্যুবরণ করো তবে অবশ্যই তা লজ্জার’।


বিফল হওয়া খারাপ কিছু নয়
বিফলতা কোনো পাপ নয়। বরং এটি একটি সুযোগ। একটি নতুন কিছু চেষ্টা করে দেখার সুযোগ। যিনি কোনো কাজে বিফল হননি তিনি কখনো নতুন কিছু চেষ্টাই করে দেখেন নি। অর্থাৎ নতুন কিছুই শেখেননি।


কিছু সিদ্ধান্ত শুধুমাত্র নিজের
জীবনের কিছু সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে তা যতো কঠিনই হোক না কেন। ২০ বছর বয়স পর্যন্ত বাবা-মায়ের মমতায় যতোই বড় হোন না কেন মানসিক দৃঢ়তা নিজের মধ্যে এনেই জীবনের সিদ্ধান্ত নিতে হবে সকলকে।


অন্যের সাথে নিজেকে তুলনা করা বোকামি
নিজেকে অন্যের সাথে তুলনা করা বোকামি বাদে অন্য কিছুই নয়। এটি শুধু আত্মবিশ্বাস নষ্ট করে। এর বাইরে এর কোনো কাজ নেই। তাই পূর্ণবয়স্ক একজন মানুষ হিসেবে এই বোকামি করতে যাবেন না।


নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করা উচিৎ
নিজেকে অনেক কিছুর সাথে মানিয়ে নিতে হয়। যদিও তা ইচ্ছার বিরুদ্ধে কিন্তু তারপরও কিছু সময় মানিয়ে নেয়া ছাড়া অন্য কোনো পথ খোলা থাকে না। আর যদি খোলা থাকেও তবে তা অবলম্বন না করাই ভালো।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com