শিরোনাম
ঘরোয়া কাজে নেইল পলিশের ব্যবহার
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৬, ১৩:৫৭
ঘরোয়া কাজে নেইল পলিশের ব্যবহার
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+
নেইলপলিশ মেয়েদের পছন্দের একটি প্রসাধনী। সাধারণত নখের সৌন্দর্য্য বাড়াতে এটি ব্যবহার করা হয়। আর তাই মেয়েদের প্রসাধনীর বাক্সে সব সময়েই বেশ কয়েকটা কালারের নেইলপলিশ থাকে। কিন্তু আটনি জানেন কি যে শুধু রূপচর্চার জন্য নয়, নেইলপলিশের ছোট্ট এই বাক্সটি ঘরের অনেক কাজে লাগাতে পারেন। তাহলে চলুন দেখে নিই নেইলপলিশ ব্যবহারের দারুণ উপায়গুলো।


পুরনো পোশাক

পোশাক পরতে পরতে পুরনো হয়ে গেলে হাতা, হেম এসব জায়গায় সুতো বের হয়ে যায়। এসব জায়গায় কাপড়টাকে আগের মতো করে তুলতে দিতে পারেন ক্লিয়ার নেইল পলিশের একটি প্রলেপ।


মরিচার দাগ

বাথরুমে রাখা হয় কিছু ধাতব কৌটা, যেমন শেভিং ক্রিম বা হেয়ার স্প্রে-র ক্যান। এগুলো পানির সংস্পর্শে এসে মরিচা পড়তে পারে। মরিচার দাগ লেগে নষ্ট হতে পারে আপনার বাথরুমের সৌন্দর্য। এসব ক্যানের তলায় ক্লিয়ার নেইল পলিশ লাগিয়ে নিন, তাতে সহজে মরিচা পড়বে না।


চলটা ওঠা কাঠ

কাঠের ফার্নিচার, চৌকাঠ এমনকি কাঠের হ্যাঙ্গারে অনেক সময়ে চলটা উঠে যায় এবং খসখসে হয়ে থাকে। এতে বেকায়দায় ঘষা লেগে পোশাক বা ত্বক ছিঁড়ে যাবার সম্ভাবনা থাকে। ক্লিয়ার নেইল পলিশ দিয়ে চলটা ওঠা অংশের ওপর একটি প্রলেপ দিয়ে দিন। দরকার হলে একাধিক প্রলেপ দিতে পারেন। এতে এই অংশটা মসৃণ হবে এবং কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যাবে।


মুক্তোর মতো বোতাম

মেয়েদের পোশাকে মুক্তোর মতো বোতামগুলো খুব সুন্দর লাগে। কিন্তু একটা সময় পর এসব বোতামের ওপরের চকচকে আবরন উঠে যায়, তখন একে সাধারণ প্লাস্টিকের বোতাম বলেই মনে হয়। এই সমস্যা এড়াতে এর ওপরে ক্লিয়ার নেইল পলিশ অথবা গ্লসি সাদা নেইল পলিশের আবরন দিয়ে দিতে পারেন।


জুতোর ফিতা

জুতোর ফিতার সুতোগুলো অনেক সময় আলাদা হয়ে যেতে থাকে, তখন আর তা সহজে ব্যবহার করা যায় না। এই ফিতার খুলতে থাকা অংশ ক্লিয়ার নেইল পলিশে ডুবিয়ে নিন। এরপর আগের মতো পেঁচিয়ে নিন এবং শুকাতে দিন। শুকিয়ে গেলে দেখবেন আর খুলে যাচ্ছে না।


অলংকার

কিছু কিছু অলংকার ব্যবহারের পর দেখা যায় পেছনের দিকটা অর্থাৎ ত্বকের সাথে লেগে থাকা অংশটা সবুজ হয়ে গেছে। এই সবুজ দাগ আবার লেগে যেতে পারে আপনার ত্বকে বা পোশাকে। অনেকের আবার এতে অ্যালার্জিও হয়। হাতে পরার রিং, গলায় পরার নেকলেসের ভেতরের দিকে ক্লিয়ার নেইল পলিশের একটি প্রলেপ দিয়ে রাখলে এই সমস্যা এড়ানো যায়।


মেঝের টাইলস মেরামত

বিভিন্ন কারণে দেখা যায় টাইলসে ছোট চিড় ধরে গেছে বা চলটা উঠে গেছে। টাইলসের ওই অংশের সাথে ম্যাচিং করে নেইল পলিশ লাগিয়ে নিন। সহজে দেখা যাবে না কোনো খুঁত। গাড়ির রং উঠে গেলেও একইভাবে ম্যাচিং রঙের নেইল পলিশ ব্যবহার করতে পারেন।


চাবি খুঁজে পেতে

অনেক সময়ে অনেকগুলো চাবির ভিড়ে দরকারিটাই খুঁজে পাওয়া যায় না। এর জন্য একেক চাবিতে একেক রঙের নেইলপলিশ লাগিয়ে নিন। দরজার রঙের সাথে মিলিয়ে সেই রং দিতে পারেন চাবিতে।


অলংকার মেরামত

অনেক অলংকারে আলগা স্টোন লাগানো থাকে। দেখা যায় পার্টিতে যাবার আগে খেয়াল করলেন স্টোন খুলে গেছে। এমন অবস্থায় ক্লিয়ার নেইল পলিশ দিয়ে সেই স্টোন সেট করে নিতে পারেন আগের মতো করে।


ফাটা কাঁচ

গাড়ির কাঁচ বা বাড়ির জানালার কাচে খুব ছোটখাটো ফাটল দেখা দিতে পারে। এত ছোট ফাটলের কারণে পুরো কাঁচ পরিবর্তন করা যায় না। আবার এই ফাটল বড় হতে হতে একসময় পুরো কাঁচ ফেটে যেতে পারে। এক্ষেত্রে ফাটল ছোট থাকতেই ক্লিয়ার নেইল পলিশ দিয়ে দিন ফাটলের উভয় দিকে, অর্থাৎ কাঁচের দুই দিকেই। এতে কিছুটা সময় নিরাপদ থাকা যাবে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com