
বন্ধুর বাড়ির ঘরোয়া আড্ডায় কফি পড়ল শখের টি-শার্টে? চা-কফির দাগ লাগলে তো চট করে উঠতে চায় না। কী করবেন তখন?
১. জামায় কফি পড়ে গেলে দাগ লাগা অংশটি জল দিয়ে ধুয়ে ফেলুন। যদি সম্ভব হয় সেটি রুমালের সাহায্যে কোনও জল মিশ্রিত তরল সাবান দিয়ে পরিষ্কার করে নিন।
২. বাড়িতে কফি পড়লে জামাটি চট করে সাবানে ভিজিয়ে ফেলা যায়। কিন্তু কারও বাড়ি গিয়ে বা পার্টিতে এমন হলে সঙ্গে সঙ্গে সাবান দিয়ে ধোয়া যায় না সব সময়। সে ক্ষেত্রে বাড়িতে আসতে আসতে সেই দাগ শুকিয়ে যায়। এই দাগ তোলা একটু কঠিন। সাদা ভিনিগার এবং সম পরিমাণ জল মিশিয়ে তার মধ্যে জামার দাগ লাগা অংশটি ১৫-৩০ মিনিট ডুবিয়ে রাখুন। তার পর কাপড় কাচার সাবান দিয়ে কেচে নিন।
৩. পোশাকটি উল বা সিল্কের হলে বাড়তি সাবধানতা দরকার। এ ক্ষেত্রে কোনও রুমাল বা স্পঞ্জের সাহায্যে কফি পড়ে যাওয়া অংশে মৃদু কোনও কাপড় কাচার সাবান দিয়ে হালকা ঘষতে পারেন। তার পর ধুয়ে নিতে পারেন।
৪. সাদা পোশাকে দাগ উঠতে না চাইলে আরও একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন। এক মগ ঠান্ডা জলে সাদা ভিনিগার ১ টেবিল চামচ, ১ টেবিল চামচ বেকিং সোডা এবং সামান্য হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে নিতে পারেন। সেই মিশ্রণটি দাগের উপর কোনও নরম ব্রাশের সাহায্যে ঘষতে পারেন।
তবে এই ধরনের মিশ্রণ সিল্ক বা উলের পোশাকে দিলে ক্ষতি হতে পারে। রঙিন পোশাকেও বেশি ঘষাঘষিতে রং উঠে যেতে পারে। সে ব্যাপারে সতর্ক থাকা দরকার।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]