
শীতের দিনে ঘরকে উষ্ণ এবং আরামদায়ক রাখা জরুরি। আর ঘরে যদি শিশু বা বৃদ্ধ থাকে তাহলেতো কোন কথাই নেই। তবে সঠিক উপায়ে সাজানো খুব গুরুত্বপূর্ণ। শীতে ঘর আরামদায়ক করার জন্য নিচে ৫টি কার্যকর উপায় অনুসরণ করা যেতে পারে।
গরম কাপড় বা ফ্যাব্রিকস ব্যবহার করুন
ঘরে ভারী এবং গরম কাপড়ের পর্দা বা ব্ল্যাংকেট যোগ করুন। যেমন: মখমল, ফ্ল্যানেল, বা উল দিয়ে তৈরি পর্দা ব্যবহার করুন। সোফা এবং চেয়ারের জন্য উষ্ণ কুশন বা কাভার ব্যবহার করুন। বিছানায় হেভি কমফোর্টার বা ডুভেট রাখুন।
কার্পেট
ফ্লোর ঠান্ডা হয়ে গেলে ঘরে শীত বেশি লাগে। তাই উলের বা ফোমের মোটা কার্পেট ব্যবহার করুন। রঙিন এবং টেক্সচারযুক্ত কার্পেট ঘরের উষ্ণতা ও সৌন্দর্য বাড়ায়।
উজ্জ্বল রঙের ডেকর
শীতের সময় উজ্জ্বল রঙের সামগ্রী ঘরে একটা উষ্ণ ভাব এনে দেয়। যেমন: হলুদ, কমলা বা লাল রঙের কুশন, কাভার বা পর্দা। দেয়ালে উজ্জ্বল রঙের আর্টওয়ার্ক বা পোস্টারও ব্যবহার করা যেতে পারে।
আলো ও উষ্ণতার সঠিক ব্যবস্থা
ঘরের উষ্ণতা ধরে রাখতে জানালা-দরজার চারপাশে রাবার সিল লাগান। গরম বাতি বা হলুদ আলো ব্যবহার করুন। মোমবাতি বা ডেকোরেটিভ ফায়ারপ্লেসের ব্যবস্থা করুন।
উদ্ভিদ এবং প্রাকৃতিক উপাদান
শীতকালে ঘরে কিছু গাছ বা সবুজ উদ্ভিদ রাখলে একটি আরামদায়ক পরিবেশ তৈরি হয়। যেমন: ঘরের কোণে ইনডোর প্ল্যান্ট রাখা যেতে পারে। বাঁশ, কাঠ বা কৃত্রিম ফারের তৈরি আসবাবপত্র ব্যবহার করুন।
এই উপায়গুলো ব্যবহার করে শীতের সময় ঘরকে উষ্ণ, আরামদায়ক এবং দৃষ্টিনন্দন করে তোলা যায়।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]