মেকআপ করার সময় কি মুখে ময়শ্চারাইজার ব্যবহার করেন? নাকি ত্বক তৈলাক্ত দেখাবে ভেবে এবং মেকআপ ভাল ভাবে মুখে বসবে না ভেবে এড়িয়ে যান।
রূপটান শিল্পীরা বলছেন, ত্বক পরিচর্যা করার সময়ে যেমন ময়শ্চারাইজার জরুরি, তেমনই ময়শ্চারাইজার ব্যবহার করতে হয় মেক আপ করার সময়েও। তবে ত্বক পরিচর্যার সময় আর মেকআপের সময় ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে আলাদা পর্যায়ে।
সাধারণত ত্বকের পরিচর্যার সময়ে ময়শ্চারাইজার ব্যবহার করা সব থেকে শেষে। মেক আপের সময়ে কিন্তু তা নয়। মেকআপ করার আগে আমরা প্রথমেই মুখ ভাল ভাবে পরিষ্কার করি। রূপটান শিল্পীরা বলছেন, যদি সকালে মেকআপ করেন, তবে মুখ পরিষ্কার করার পরে টোনার দিন, তার পরে মুখে ভিজে ভাব থাকাকালীনই ময়শ্চারাইজ়ার ব্যবহার করুন, তার পরে দিন সানস্ক্রিন এবং সব শেষে মেকআপ।
আর যদি রাতের মেক আপ হয়, তবে সানস্ক্রিন ব্যবহার করা নিস্প্রয়োজন। সেক্ষেত্রে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে মুখে প্রাইমার বা ফাউন্ডেশন লাগানোর ঠিক আগে। তবে ময়শ্চারাইজার লাগানোর সঙ্গে সঙ্গেই তার উপর ফাউন্ডেশন দেবেন না।
রূপটান শিল্পীরা বলছেন, ময়শ্চারাইজার লাগানোর পরে অন্তত পাঁচ মিনিট মুখে কিছু দেবেন না। মুখের ভিজে ভাব কিছুটা কমে এলে তার পরে দিন ফাউন্ডেশন। এতে মেকআপ আরও ভাল ভাবে বসবে। বিশেষ করে চোখের তলায় বা মুখের যে সমস্ত পেশি বেশি নাড়াচাড়া হয়, সেখানে মেক আপ করার পর শুকিয়ে যাওয়া বা সূক্ষ্ম রেখা ফুটে ওঠার সম্ভাবনাও কমবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]