ত্বকের সমস‍্যার সমাধান লুকিয়ে মুসুর ডালে
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৪:৪৩
ত্বকের সমস‍্যার সমাধান লুকিয়ে মুসুর ডালে
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

রূপচর্চার জন‍্য প্রথমেই নানা প্রসাধনীর খোঁজ করেন অনেকেই। অথচ হেঁশেলেই যে রূপচর্চার অত‍্যন্ত কার্যকরী উপকরণ মজুত রয়েছে, সে দিকে নজর দেওয়া হয় না।


ভাতের সঙ্গে পাতলা মুসুর ডাল জমজমাট যুগলবন্দি। সেই মুসুর ডাল যদি ত্বক পরিচর্যায় ব‍্যবহার করেন, তাতেও খুব উপকার পাওয়া যায়।


সামনেই শীতকাল। এই সময় ত্বকের চাই বাড়তি যত্ন। মুসুর ডাল সেই যত্ন নিতে সক্ষম। ত্বক শুষ্ক হয়ে গেলেও মুসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করা যায়। দুধের সঙ্গে ডালবাটা মিশিয়ে নিলে ত্বক আর্দ্রতা পাবে।


তাছাড়া শীতের রোদেও ত্বকে পোড়া দাগ পড়েই। মুসুর ডাল বেটে মুখে মাখলে এক সপ্তাহেই সেই দাগ গায়েব হবে।


কীভাবে তৈরি করবেন মুসুর ডালের ফেসপ্যাক?


ডাল এক ঘণ্টা জলে ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিন। শুধু সেটিই মেখে নেওয়া যায়। তবে ত্বকের আর্দ্রতা বাড়াতে সেই ডাল বাটার সঙ্গে দিতে হবে এক চা চামচ দুধ এবং এক চামচ অলিভ অয়েল।


কীভাবে ব্যবহার করবেন?


গোসলের আগেই এই ফেসপ্যাক ব্যবহার করা ভাল। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক মাখা যায়। ১৫-২০ মিনিট রাখলেই মুখে শুকিয়ে যাবে প্যাক। তার পরে ধুয়ে ফেলুন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com