দিনে অন্তত ছ’ ঘণ্টার ঘুম সুস্থ জীবনের অন্যতম প্রধান চাবিকাঠি। ঘুম ঠিকঠাক না হলেই দেখা দিতে পারে একাধিক শারীরিক সমস্যা।
শরীরে বাসা বাঁধে হাজারটা রোগ, দেখা যায় মানসিক সমস্যাও। রোজ রোজ ঘুম কম হচ্ছে, কিংবা শুয়ে থাকলেও ঘুম আসতে চাইছে না— এমন সমস্যা অবহেলা না করাই ভালো।
অনিদ্রার সমস্যা দীর্ঘ দিন ধরে থেকে গেলে তা একটি স্থায়ী রোগ ডেকে আনতে পারে। বিজ্ঞানের ভাষায় একে বলে ‘ইনসমনিয়া’।
অনিদ্রার হাত থেকে রেহাই পেতে সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভাল। ভাল ঘুম আনার জন্য রাতে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। আপনি ঘুমোনোর আগে এই ৫ ভুল করছেন না তো?
১) অনিদ্রার সমস্যা দূর করতে হলে ক্যাফিনের পরিমাণ কমাতে হবে। সন্ধ্যার পর চা-কফি পান না করাই ভাল।
২) ঘুমোতে যাওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই বন্ধ করতে হবে বৈদ্যুতিন সামগ্রীর ব্যবহার। শুতে যাওয়ার ঘণ্টাখানেক আগে থেকে ল্যাপটপ, টেলিভিশন বা ফোনের পর্দায় চোখ রাখা চলবে না একেবারেই।
৩) মানসিক চাপ ও অনিদ্রার সম্পর্ক বেশ নিবিড়। যদি মানসিক চাপের সমস্যা থাকে, তবে অবশ্যই মনোবিদের পরামর্শ নিতে হবে।
৪) ধ্যান, প্রাণায়াম, যোগাসন ঘুমের সমস্যা দূর করে। প্রতি দিন নিয়ম করে এগুলি অনুশীলন করলে মানসিক চাপ ও অনিদ্রা, দুই সমস্যা থেকেই মুক্তি মিলতে পারে।
৫) প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে একটি নির্দিষ্ট অভ্যাস গড়ে তুলতে পারেন। বই পড়তে পারেন, লিখতে পারেন রোজনামচা। আপাত ভাবে তুচ্ছ মনে হলেও এই ধরনের অভ্যাস দীর্ঘস্থায়ী ভাবে অনিদ্রা দূর করতেও উপকারী।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]